আমাদের কথা খুঁজে নিন

   

আজ েথকে েলখা শুরু

কােলর সািক্ষ েকােনা এক জটিলতায় এতদিন আমি ম‍্যাকবুক থেকে ব্লগে বাংলা িলখতে পারতাম না। আজ এই জটিলতা পার করে বাংলা লেখার উপায় বের হলো। অনেকদিন েথকে ভাবছিলাম িলখবো। কােজর চােপ সময় করা হয়ে ওঠে না। আমার জগতটা অনেক সাদামাটা।

েছাট্ট একটা পরিবার আমার। আর দশটা বাঙ্গালী মধ‍্যবিত্তের মতো পরিবার িঘরেই আমার জগত। কাজ করি িবজ্ঞাপন িনয়ে। চাকরীটাকে একসময় উপভোগ করতাম। এখন কেমন যেন একঘেয়ে লাগে।

মাঝে মাঝে মনে হয়। করে তো যাচ্ছি, আসলে কি কিছু হচ্ছে ? যখন ভাবি, কেন মনে হয় একই চক্রে ঘুরপাক খেয়ে যাচ্ছি, সরাসরি উত্তর পাইনা। মাঝে মাঝে মনে হয়, কি করে যাচ্ছি? তাই ভাবলাম অভিজ্ঞতা গুলো লিখে রাখি। পরে কখনো একসময় পুরোনো েলখা হিসেবে এই লেখাই হয়তো একটু সাহস, শক্তি দেবে। আমি জানি আমার লেখার অনেকটা জায়গা জুড়ে থাকবে িবজ্ঞাপন ।

আমি আমার কাজটাকে ভালোবাসি। আর এখন আমি বুঝতে পারি ভালোবাসাও একসময় একঘেয়ে হয়ে পড়তে পারে। অবশ‍্য এর একটা বড় কারন হতে পারে বৈচিত্রহীনতা। আসলে যত আবেগঘন সম্পর্ক হোকনা কেন, ৈবচিত্র না থাকলে তাতে ঘুন ধরে। গত এক দশক কাটলো আমার িবজ্ঞাপন জগত িনয়ে।

পর্দার আড়ালে থেকে বেচাকেনার গোপন সুত্র নিয়ন্ত্রনের মধে‍্য একধরনের নেশা আছে। আমার গত একদশকের নেশার চড়াই উৎরাই অনেক অভিজ্ঞতাও দিয়েছে। প্রথমদিন তাই সব কথা একবারে বলার চেষ্টা না করাই ভালো। একটা অনুভূতির কথা বলে লেখাটা শেষ করবো ভাবছি। আমার নিজের উপলব্ধি হচ্ছে বিজ্ঞাপনের ভাবনা বা যাকে আমরা বলি "আইডিয়া" তা আসলে হচ্ছে- দাবাড়ু িহসেবে এমন এক প্রতিপক্ষের সঙ্গে খেলতে বসা যার মাথার ভেতরটা উকি মেরে আমি দেখতে পাই।

সবাই আমার চাল দেয়াটাই দেখে। উকি মারার ব্যাপারটা থেকে যায় আড়ালে। এ এক মজার খেলা। বড়ই নেশা এই খেলায়। হারলেও খেলা থামেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।