আমাদের কথা খুঁজে নিন

   

সেরা দশ: এবার নিয়ে এলাম সেরা দশ প্রদর্শনী

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পেইন্টিং অনেকেরই সখ, অনেকেই আবার চায় সংগ্রহ করতে। সংগ্রহ করারও একটা নিয়ম আছে, একটা পেইন্টিং সংগ্রহ করতে কোটি কোটি ডলার খরচ করছে অনেকে, আজ আমরা এমন ১০ টা পেইন্টিং দেখবো, যেগুলো গিনেজ বুকে নাম উঠিয়েছে, সবচেয়ে মূল্যবান পেইন্টিং হিসেবে… আসুন ১০ নাম্বার থেকেই শুরু করি… ১০। Femme aux Bras Croises by Pablo Picasso : Femme aux Bras Croises নামের এই পেইন্টিং টি গিনেজ বুকে নাম উঠানো বিশ্বের দশম দামি পেইন্টিং।

এটি ২০০০ সালের নভেম্বের ৮ তারিখ ৫ কোটি ৫০ লক্ষ ডলার বিক্রি করা হয়। এটি আঁকেন বিখ্যাত চিত্রশিল্পী পালবো পিকাসো। আর ছবিটি কিনেছেন নিউ-ইয়র্কের Rockefeller। ০৯. Rideau, Cruchon et Compotier by Paul Cézanne : বিশ্বের নবম দামি পেইন্টিং নামে খ্যাত Rideau, Cruchon et Compotier, ১৯৯৯ সালের ১০ ই মে প্রায় ৬ কোটি ৫ লাখ ডলার দিয়ে বিক্রি করা হয়, এই ছবিটি একেছেন Paul Cézanne । ছবিটি কিনেছেন আমেরিকার মুভি প্রডিউসার Whitney ।

৮। Portrait de L’Artiste sans Barbe by Vincent van Gogh : ৭ কোটি ১৫ লাখ ডলার দামে বিক্রিত হয়ে ৮ম অবস্থানে আছে Portrait de L’Artiste sans Barbe । এটি ১৮৮৯ সালে একেছেন ডাচ পেইন্টার Vincent van Gogh। এটি তেল রঙ দিয়ে আঁকা ছবি। এটি বিক্রি করা হয় নিউ ইয়র্কে ১৯৯৮ সালে।

০৭। The Massacre of the Innocents by Paul Rubens: ১৬১১ সালে আঁকা The Massacre of the Innocents চিত্রকর্মটি বিশ্বের এখন পর্যন্ত ৭ম দামি চিত্রকর্ম। এটি বিক্রিত হয়, ৭ কোটি ৬৭ লক্ষ ডলার। এটি আঁকেন ” Peter Paul Rubens”। এই চিত্রকর্মটি ২০০২ সালে কিনে নেন Baron Thomson ।

৬। Au Moulin de la Galette by Pierre-Auguste Renoir: ফ্রান্সের চিত্রশিল্পী Pierre-Auguste Renoir ১৮৭৬ সালে Au Moulin de la Galette নামের এই ছবি আঁকেন। অন্যদিকে ১৯৯০ সালের ১৭ মে, ৭ কোটি ৮৯ লক্ষ ডলার দিয়ে বিক্রিত হয়ে এটি রেকর্ড করে পৃথিবীর ৬ষ্ঠ মূল্যবান চিত্রকর্ম হিসেবে। আর এই ছবিটি কিনে নেন জাপানের Ryoei Saito । ৫।

Portrait du Dr. Gachet by Vincent van Gogh: Portrait du Dr. Gachet নামের ছবিটি একেছেন ডাচ চিত্রশিল্পী Vincent van Gogh । এটি জাপানের Ryoei Saito এর কাছে ৮ কোটি ২৫ লক্ষ ডলার দিয়ে কিনে নেন। এবং ছবিটি গিনেজ বুকে নাম উঠায় বিশ্বের ৫ম দামি চিত্রকর্ম হিসেবে। ৪। Dora Maar with Cat by Pablo Picasso: Dora Maar with Cat ছবিটি বিশ্বের ৪র্থ দামি ছবি, ১৯৪১ সালে এটি আঁকেন Pablo Picasso।

আর ছবিটি ২০০৬ সালের ৩ মে ৯ কোটি ৫২ লক্ষ ডলার দিয়ে বিক্রি করা হয়। ৩। Boy with a Pipe by Pablo Picasso: Pablo Picasso এর আঁকা Boy with a Pipe নামক চিত্রকর্মটি ২০০৪ সালে ১০ কোটি ৪০ লক্ষ ডলার দিয়ে বিক্রি হয়। আর ছবিটি গিনেজ বুকে নাম উঠায় বিশ্বের ৩য় দামি চিত্রকর্ম হিসেবে। ।

২। Adele Bloch-Bauer I by Gustav Klimt: Adele Bloch-Bauer I নামের ছবিটি ১৩ কোটি ৫০ লক্ষ ডলার দিয়ে বিক্রি হয়ে এটি মর্যাদা লাভ করে বিশ্বের ২য় মূল্যবান চিত্রকর্ম হিসেবে, আর এই ছবিটি আঁকেন Gustav Klimt, ১৯৪১ সালে । ১। No. 5, 1948 by Jackson Pollock: অসম্ভব সুন্দর ছবিটার নাম No. 5, 1948, এটি আঁকেন Jackson Pollock। এটি ২০০৬ সালের ২ নভেম্বরে ১৪ কোটি ডলারে বিক্রি হয়ে রেকর্ড করে পৃথিবীর সবচেয়ে মূল্যবান চিত্রকর্ম হিসেবে।

দেখতে দেখতে শেষ হল দশটা পেইন্টিং, কেমন লাগল সবার, ভালো লাগলে ধন্যবাদ…। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।