আমাদের কথা খুঁজে নিন

   

সাম য়িক পোস্ট : - ওহে সিলেট বাসী !আমি আজ রাতে সিলেট যাচ্ছি , হেল্প কর আমাকে

বিভ্রান্তির মাঝে বাস , অনেক আগেই ঘটে গেছে চরম সর্বনাশ । সম্মানিত সিলেট বাসি ব্লগার গণ , আমি আজ রাতের ট্রেনে করে চট্টগ্রাম হইতে সিলেট আসিতেছি । যাত্রি আমরা ২ জন । আমি যাহা জানিতে চাই তাহা হইল - ১ ) সিলেট এ শাহজালাল ও শাহ পরান এর মাজার এবং জাফলং মাধবকুন্ডু ছাড়া আর দেখার কি আছে ? ২ ) মাধবকুণ্ড তে ভাল হোটেল ( থাকার জন্য ) কি কি আছে ? থাকার জন্য খরচ কত পড়তে পারে ? ৩ ) আমি খানা - দানা ভালবাসি , সিলেট শহরে ভাল খাবারের দোকান কি কি আছে ? ( খরচাপাতির অঙ্কটাও বলে দিলে ভাল হয় ) ( ভাত , কাবাব যেখানে যেটা ভাল হয় ) ( একজন আল্পাইন এর কথা বলল , কাবাব ভাল ) ৪ ) ৪ ) সিলেট হতে আসার সময় সাথে কইরা কি নিয়া আসতাম পারি ? (ঐতিহ্যবাহী জিনিস ) ৫ ) সিলেটের ঐতিহ্যবাহী খাবার কি কি আছে ? আশা করি যে কোন ধরনের তথ্য দিয়ে সাহায্য করতে কসুর করবেন না , চাইলে আপনারা আতিথেয়তার প্রমান রাখতে আমাকে দাওয়াত ও দিতে পারেন , ফাও খেতে খুব ভাল লাগে আমার ( তার উপর টাকাও বাচবে ) সিলেটিগণকে শুভেচ্ছা জানাচ্ছি খুব তাড়াহুড়া করে লিখিলাম ভূল হইলে ক্ষমার চক্ষুতে দেখিবেন । সিলেট হইতে আসিয়া ইনশাল্লাহ একখান গল্প প্রসব করিব ( পরম করুণাময় সহায় হইলে ) এ পর্যন্ত সবাই ভালো থাকিবেন । আল্লাহ হাফেয ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।