আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা জমছে বুকে

শাকিলা তুবা আমি কথা বলে যাই, কথা বলে যাই সেই কিষানীর জন্যে যার তাগড়া স্বামী ফেরেনি আর যুদ্ধক্ষেত্র থেকে রাজাকার আর যুদ্ধশত্রুরা যাকে নরক ভ্রমনে নিয়েছিল আমি কথা বলি শুধু অধিকারটুকু তার ফেরত দিতে। কথা বলে যাই, সেই বৃদ্ধের জন্যে পেনশনের টাকা তুলতে যিনি বন্ধক দিয়েছেন স্ত্রী’র চুড়ি জোয়ান ছেলেরা চাকরীর দুয়ারে মাথা পেতে কাঁদে অনুঢ়া কন্যার দায়ভারে যিনি আত্মহত্যার কথা ভাবেন আমি কথা বলি শুধু তার প্রাপ্য ফেরত দিতে। আমি কথা বলে যাই সেই মাদকসেবীর জন্যে যার সবুজ বয়স কচকচ খেয়ে নিচ্ছে চোরাকারবারী দল দেশের নানা ছিদ্রপথে ওদের জন্যে আসছে মৃত্যু ভুলকে ভুল বলে ভাববার আগেই যারা তারুন্য হারায় আমি কথা বলি তাকে ফেরাবার দায়ভারে। আমি কথা বলি দড়িতে কিংবা কাঁটাতারে ঝুলন্ত মেয়েটির জন্যে কথা বলি গৃহবধু নিরপরাধিনীর জন্যে আমি তোমার জন্যেও অনেক কথা বলে যাই কেননা তুমিই সেই ভাগ্যহত কৃষক, যার ঘামের নেই দাম আমি শুধু অধিকারটুকু ঠিকভাবে পাইয়ে দিতেই কথা বলি এত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।