আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছিন্ন--দুটি

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১ কবিতার গায়ে সুগন্ধি জোলাপ তোমার আকন্ঠ পাপ প্রায়শ্চিত্ত করো নীলাদ্রি, পৃথিবীর শত ঝড়-জঞ্জাল বুক অব্দি কাদাজল অনাহুত তুমি শিকড় ভেজাও হাঁটুমুড়ে প্রার্থনা সারো তুমি নয়তো কারো কালো ফিতা সময় ঘড়ি তুমি মাটির গভীরে চলা সুদৃঢ় কান্ডারী। ২ এ শহরে আজ শোকসভা একটাই অলিন্দ যেন তোমার সমস্ত দুঃখব্যাধি নিয়ে কালো কাপড়ে মোড়া দেহটি পড়ে আছে নীরব নিথর। এ শহরে আজ প্রলয়শিখা চিতার আগুনে দাউদাউ তোমার শোকাবহ দেহ পুড়ে ছাই শহরের নাসারন্ধ্র জুড়ে চন্দন সুরভী। ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।