আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা

আবছায়া আলো-অন্ধকারময় নীল নীল রং নীল থাক অঞ্জন আচার্য যথা সময় নিয়ে গেল সারথি তোমাদের কাছে ছিল কি মনে নেই, ঘোড়াতে বেঁধেছিল মহিষের কাঁধ আমাদের সশস্ত্র সংগ্রাম এমনই। এভাবেই ভুলে যাই লাল বই তুলে নেই লাল রঙা পতাকা, লাল নীল সবকিছু ঘোলাটে ডান বাম সবকিছু একাকার। তবু চোখ ফিরে চায় মানুষে মানুষের হাহাকার শুনে যাই, আকাশের নীল রং নীল থাক লাল রঙা করা মানে ধুস্ ছাই! পুরুষ জানে অঞ্জন আচার্য অক্ষম পুরুষই জানে কতখানি ভর্ৎসনা শুনতে হয গভীর রাতে সন্তানকামী রমণীর কাছে... নারী কাঁদলে শুনতে পায় পাড়া-প্রতিবেশী পুরুষ কাঁদলে পড়ে টের পায় না বালিশ। কুমির ও ফিরে না-আসার গল্প অঞ্জন আচার্য প্রতিদিন কোনো না কোনো সড়ক-কুমিরের ফাঁদে হারায় সর্বস্ব আর পত্রিকার পাতায় কিংবা টিভি সংবাদের নিচে ঠাঁই মেলে অন্য সব সহযাত্রীদের সাথে। কেবল চলে যাওয়া মানে চলেই যাওয়া... যে মানুষ হারায় একেবারে- সেই জানে হারানোর বেদনা কতখানি। ফেরা নেই- ঘরে ফেরা নেই। অপেক্ষারত মানুষ থাকুক কিংবা থাক ফিরে না আসা মানে ফিরে না আসাই... অঞ্জন আচার্য কবি, গবেষক বাংলা একাডেমী, ঢাকা, বাংলাদেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.