আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরে ... ভয়ানক বিপদে পড়েছি! আমার সাধের এক্সটার্নাল হার্ডডিস্ক ওপেন হয় না ... বাঁচান!

আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না। আমি ব্যবহার করি Adata Classic CH11 ... কিনেছিলাম গত বছরেরে সেপ্টেম্বরে। হার্ডডিস্কটা নিয়ে অনেক কাজ করা হয়।

প্রায় ৪৮৮টার মত মুভি আর টা গেইম আছে। কিন্তু এখন ওটা আর ওপেন হচ্ছে না! ঘটনা খুলে বলি। গত কয়েকদিন ধরে আমি হার্ডডিস্কটা কানেক্ট করে রেখেছিলাম সিপিইউর সাথে। আমি CPU এর সামনের দুইটা পোর্ট ব্যবহার করি এটার ক্ষেত্রে। দরকার পড়লে মুভি নামাই, দেখি ... কিন্তু ডিসকানেক্ট করিনি।

গতকাল হঠাৎ দেখলাম হার্ডডিস্ক - এর মুভিগুলো ওপেন করা যাচ্ছে না। মুভির ফাইলে ক্লিক করলে মিডিয়া প্লেয়ার (VLC) ওপেন হয় না। পিসি কিছুক্ষণ ওয়েট করে। এরপর আর কিছুই হয় না। ভেবেছিলাম সাময়িক সমস্যা।

এমনটা হতেই পারে। KM Player দিয়ে চালাবার চেষ্টা করলাম। দেখি একই সমস্যা। তখন খানিকটা ঘাবড়ে গেলেও আর ঘাঁটাঘাঁটি করি না। যেমন ছিল, তেমনই দিই।

এরপর আজ সকালে পিসিতে বেশ ট্রাবল দিতে আরম্ভ করে। গত কয়েকদিন ধরেই এই সমস্যাটা হচ্ছিল। ভেবেছিলাম ভাইরাসের সমস্যা। তাই সেটাপ দিব - এই ভেবে দিয়েছিলাম। আজকে যখন বাড়াবাড়ি দেখি ... এবং সেই সাথে দেখি সকালেও একই সমস্যা করছে হার্ডডিস্কের মুভিগুলো, তখন সেটাপ দেবার পরিকল্পনা করি।

ওটার ক্যাবলটা খুলে নিয়ে সেটাপ দেওয়া আরম্ভ করি। (আমি সাধারণত Safe to remove ... পিসি থেকে ডিসকানেক্ট করি এই Ex-HDD আর পেনড্রাইভগুলো। কিন্তু তখন ওভাবে করা সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে টান দিয়ে খুলে ফেলি। ) সেটাপ দেওয়া শেষ।

ঘণ্টা দুই কষ্ট করে যখন আবার Ex-HDD কানেক্ট করলাম, তখনও দেখি একই সমস্যা! ভাবলাম আমার হার্ডডিস্কই গেছে। কিন্তু না! আমি আরেকজনের ল্যাপিতে চালিয়ে দেখলাম ... সেখানে চলছে। এরপর ভাইরাসের ভয়ে স্ক্যানও করলাম পুরো Ex-HDD ... কোন ভাইরাস পাওয়া গেল না (Norton Internet Security 2012). স্ক্যান করার পর আবার আমার পিসিতে চালাতে গেলাম। দেখি কিছুতেই কিছু হচ্ছে না। সামনের পোর্টে কাজ করে না দেখে পিছনের পাওয়ারফুল পোর্টে ঢুকালাম, দেখি একই অবস্থা।

কিছুতেই কিছু হচ্ছে না। এখন আমি কী করতে পারি ... প্লিইইইইজ বলুন! আমি ত মহা মুশকিলে পড়ে গেলাম। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করছি, কিন্তু মন শান্ত রাখা যাচ্ছে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।