আমাদের কথা খুঁজে নিন

   

খতিয়ানের নাম নিয়ে বিভ্রান্তি-

আমি সত্যে অবিচল। আমাদের দেশে খতিয়ানের নাম নিয়ে বেশ কিছু জায়গায় বিভ্রান্তি পরিলক্ষিত হয়। অঞ্চল ভেদে একেক খতিয়ানের একেক নাম। এক অঞ্চলে যে খতিয়ানকে বি,এস বলা হয়, অন্য কোথাও সেটাকেই বলা হয় আর,এস। অথবা কোন অঞ্চলে যেটাকে আর,এস বলা হয়, সেটা অন্য কোথাও সি,এস নামে পরিচিত।

কোথাও কোথাও বি,এস খতিয়ানকে ছাপা খতিয়ান নামেও অভিহিত করতে দেখেছি। খতিয়ানের নাম নিয়ে এ ধরনের বিভ্রান্তি কেন হলো, তা বোধগম্য নয়। আমার লেখা প্রথম বই ''জমিজমার হিসাব নিকাশ ও সংশ্লিষ্ট আইন'' প্রকাশিত হওয়ার সাথে সাথেই টের পাই এ বিভ্রান্তি কত প্রকট। বিভিন্ন জেলার মানুষের বিভিন্ন প্রশ্ন। অনেক ক্ষেত্রেই উত্তর দিতে অপারগ হই।

একেক জেলায় খতিয়ানের একেক ধরনের নাম। প্রিয় ব্লগার বন্ধুগন, এ নিয়ে একটা ছোট খাটো গবেষনা করার নিয়ত করেছি। আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আমি জানতে চাই- ১। আপনার এলাকায় বাংলাদেশ আমলে প্রস্তুত খতিয়ানকে কি নামে ডাকা হয়? ২।

পাকিস্থান আমলে প্রস্তুত (এস,এ) খতিয়ানকে কি নামে ডাকা হয় ? ৩। বৃটিশ আমলে প্রস্তুত খানাওয়ারী জরিপের খতিয়ানকে কি নামে ডাকা হয়? বৃটিশ যুগে এর পরবর্তীতে প্রস্তুত খতিয়ানকে কি নামে ডাকা হয় ? আশা করছি আপনাদের সাহায্য পাবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.