আমাদের কথা খুঁজে নিন

   

না ফেরার কবিতাগুলো

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক না ফেরার গল্প-১ একদিন আমি চলে যাব, চেনা কোলাহল ছেড়ে বহুদুরে, পরিচিত সব চায়ের কাপে, সাবধানী চুমুক থেমে যাবে। আমার শুন্য বিছানায়,ঘুমে হারানো আমায় না পেয়ে, সকালের রোদ এসে ফিরে যাবে, বিকেলের আড্ডায়, আমার অপেক্ষায় নিরুপমা তার হাতঘড়িতে বারবার সময় দেখবেনা। অনিরুদ্ধ তার সদ্য লেখা কবিতা, নিয়ে আসবেনা আমায় শোনাতে। রাতজাগা নির্ঘুম তারাদের দল, আমকে খুজবে জানি, তবু আমি হারিয়ে যাব, ওই গাংচিলের মতো, যে কিনা, মাস্তুলে মাস্তুলে উড়ে, মাস্তুলেই হারিয়েছে মৃত্যুর অন্ধকারে। না ফেরার গল্প-২ রাতের অন্ধকার শরীরের আড়ালে আড়ালে একদিন আমি চলে যাবো বহুদুর পতঙ্গের মত শরীর বয়ে। ছায়াহীন একাকী নিঃশব্দে গহীন বনের পশুদের পায়ে হাঁটা পথ ধরে আমিও চলে যাবো অন্ধকার ছুঁয়ে শ্বাপদের দল হিংস্র লালা ঝরাবে তবু আমি চলে যাব মৃত্যুকে ফাঁকি দিয়ে অন্ধকারের আলিঙ্গনে বহুদুর।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।