আমাদের কথা খুঁজে নিন

   

হয় খুনী কোন রাজনৈতিক নেতার নিরাপদ আশ্রয়ে নতুবা পুলিশ খুনীর কাছ থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে।

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি ২০১২, ১০ মাঘ ১৪১৮, ২৮ সফর ১৪৩৩ হোম বিশাল বাংলা সুধীরাজের খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সুধীরাজের খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খাগড়াছড়ি প্রতিনিধি | তারিখ: ২৩-০১-২০১২ খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সুধীরাজ চন্দ্র চাকমার হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া ওই ঘটনার সময় অপহূত তিন ব্যক্তিরও সন্ধান পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গত শুক্রবার রাত নয়টার দিকে সন্ত্রাসীরা গুলি করে সুধীরাজ চন্দ্র চাকমাকে (৭২) নিজ বাড়িতে হত্যা করে। চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা নিহত সুধীরাজ চন্দ্র চাকমার শ্যালক চারুতি রঞ্জন চাকমা (৬০), ছেলে তুঙ্য চান চাকমা (২৭) ও গ্রামবাসী সময়ন চাকমাকে (৩৬) অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নিহত সুধীরাজের স্ত্রী লক্ষ্মী সোনা চাকমা অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে শনিবার খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত অপহূত ব্যক্তিদের কোনো খোঁজ মেলেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।