আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ নাটকীয় ম্যাচে ৪-১ গোলে রিয়ালের জয় !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ রিয়াল ৪-১ বিলবাও বার্সার সহজ জয়ের দিনে তীব্র প্রতি্দন্দ্বীতার মুখে পড়েছিলো রিয়াল মাদ্রিদ। নাটকে ভরপুর প্রথম ৪-১ গোলে নিজ মাঠে জয় পায় তারা। আজকের ম্যাচেও উভয় দল শারীরিক শক্তি প্রদর্শন করেছে। ফলে উভয় দলে ৪ জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারী। যার মধ্যে রোনাল্ডো আছেন।

৬৬ মিনিটে বিলবাওর মার্কোস ২য় হলুদ কার্ড এর পর লাল কার্ড দেখেন। খেলার শুরু থেকে রিয়াল মাদ্রিদ খেলায় প্রাদান্য নি্তে শুরু করে। মুহুমুহু আক্রমনে বিলবাও এক রকম কোণঠাসায় পরে যায়। তারপরও খেলার ৪ মিনিটে বিলবাও গোলপোস্ট প্রথম শর্ট নিতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদ। খেলার নবম মিনিটে ডিবক্সের সামান্য বাহির থেকে ফ্রিকীক পায় রিয়াল মাদ্রিদ।

রোনালদোর নেয়া জোড়াল কীক পোষ্টের বা পাশের সাইড বার থেকে মিটার খানে দূর দিয়ে বল চলে যায়। খেলার ধারার বিরুদ্দেই ১৩ মিনিটে চমৎকার এক কঊনটার এটাক থেকে গোল পায় বিলাবো। এন্ডার দান পাশে দাঁড়ানো জাভি মারটিনেজ কে পাস দিলে বা পায়ের তীব্র শর্টে কাসিলাসকে পরাজিত করে গোল করেন। বারনাবু ক্যাম্প নিমিষেই নিস্তব্ধ হয়ে যায়। গোল পেয়ে জেন খেলায় ছন্দ ফিরে পায় বিলবাও।

আক্রমন-পালতা আক্রমনে জমে উঠার ক্ষণে মারসেলো দলের হয়ে সমতা ফেরান। বেঞ্জামিন আর রোনাদোর চমৎকার কম্বিনেশনে মারসেলো বল পেয়ে জালে ধুকাতে সামান্য দেরী করেন নি। সমতা ফেরায় রিয়াল আক্রমনের তীব্রতা বাড়িয়ে দেয়। বিলবাও ও পাল্টা আক্রমন সানায়। যার ফলস্রুতিতে এর ৩৮ মিনিটে বিলাবোর ফরোয়ার্ড লরেন্তোর নেয়া কিক কোন মতে গোল খাওয়া থেকে রক্ষা করেন কাসিলাস।

প্রথম অর্ধেঁ শেষ পযন্ত পরিস্কার গোলের সুযোগ কেও সৃষ্টি করতে না পারলে ১-১ গোলেই সন্তষ্ট থেকে এই অর্ধ শেষ করে। ২য় অর্ধের শুরুতেই চাপিয়ে খেলা অব্যহত রাখে রিয়াল। কাকা বল নিয়ে গোল মুখে ঢোকার মুহূর্তে বিলবাও খেলোয়াড় কাকাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। আর তা থেকে গোল করতে এতটুকু ভুল করেনি রোনাল্ডো। পিছিয়ে পরে বিলবাও কিছুটা রক্ষণাত্মক ভুমিকা নেয়।

আর রিয়াল ও চাপিয়ে খেলার সুযোগ পেয়ে বসে। আক্রমনে আক্রমনে কোণঠাসা হয়ে পরে বিলবাও। মার্কোস বেঞ্জেমা কে ডিবক্সে ফেলে দিলে আবার পেনাল্টি পায় রিয়াল। আর রোনাল্ডো প্রথবারের মতন এবারও মিস না করে বল জালে ঢুকিয়ে দেন। ৮৬ মিনিটে কালিয়ন এক রকম ফাঁকা পোষ্টে বাঁধা ছাড়াই বল জালে ঢুকিয়ে দেন।

এর কিছুক্ষন পর হিগুয়াইন ও একই রকম সুযোগ পেয়ে জান কিন্তু গোলরক্ষক সময় মত ঝাপিয়ে পরে বল ধরে ফেলেন। নাটকীয়তায় পূর্ণ এই অর্ধে ৩ গোল করে অবশেষে ৪-১ গোলে জয়ী হয়েই মাঠ ছাড়ে বিয়াল মাদ্রিদ। ২৫ তারিখ বা্সেলোনার বিপক্ষে লড়াইর আগে উজ্জিবিত জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো ২ গোলে এখন পর্যন্ত ২৩ গোল করে লীগে শীর্ষে রয়েছেন। আজকের খেলায় মেসি ৩ টি গোল করায় ২২ গোল করে ২য় অবস্থানে আসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।