আমাদের কথা খুঁজে নিন

   

স্বরবৃত্তে, অক্ষরবৃত্তে বর্ষাযাপন

শাফিক আফতাব---------- রিমঝিম রিমঝিম ঝরছে, অবিরাম সারাদিন ঝরছে। বৃষ্টির জলগুলো দাহ্য কেরোসিনের মতোন হৃদয়কাঠে লেগে পুড়ে ছারখার করছে। বৃষ্টির জলের উত্তাপে মনভূমি চৈত্রের খাঁ খাঁ প্রান্তর হলো। টিপটিপ টিপটিপ ঝরছে, খাল-নদী-বিল ভরছে। জলবতী মেঘের বার্তায় হৃদয়ের কানায় কানায় কামনাফুলগুলো ফুটে ফুটে বৃষ্টির ঝাঁপটায় ঘ্রাণগুলো ছিটিয়ে দিলো আর অমনি উন্মন আমার বুভুক্ষূ মনে তোমাকে নিবিড় করে পেতে বড় ইচ্ছে হলো। টুপটুপ টুপটুপ ঝরছে, বৃক্ষরা আঁচড়ে মরছে। তোমাকে নিবিড় করে মনে হয় আজ, যদি এই বৃষ্টিস্নাত রাতে আসো তোমাকে পৃথিবীর আদিম প্রপাতের ধারায় নিয়ে গিয়ে দেখাবো জীবনের বিকাশ তোমাকে দেখাবো প্রাণের প্রকাশ এসো মন আর দেহের হুক খুলে হও নগ্নসুন্দর তোমাকে আজ পৃথিবীর গভীর অরণ্যের নির্জনতার সুঘ্রাণের স্বাদ দেবো। রিমঝিম রিমঝিম ঝরছে, অবিরাম সারাদিন ঝরছে। ০৪.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।