আমাদের কথা খুঁজে নিন

   

আমার কথা-১

অনেকদিন পর লিখছি। আসলে আমি এই ব্লগে লিখি কম বা বলা যায় ফেইসবুকেই থাকি। আমি কৃষকের সন্তান। কিন্তু আমার কোন জমি নাই চাষ করার জন্য। আমার বাবার ছিল অনেক জমি।

একসময় এগুলো বিক্রি করা হয়। আমার দাদারও জমি ছিল, তাও বিক্রি করা হয়। আমার নানার ও নানির অনেক জমি ছিল। সেসবও বিক্রি করা হয়! কেন বিক্রি করা হয় জানেন? টাকার জন্য! আমাদের ওখানে তখন এতো পথ ছিলনা আয়ের। যখনি টাকার দরকার হতো তখনি বিক্রি করা হতো জমি! কাঁচা টাকা সবার হাতে ছিলনা! আমি বর্গা চাষী না, ভাগি চাষীও না।

আমি জমি চাষও করিনা-আমার বাবার চাষের জমি নাই-তবুও আমি কৃষকের সন্তান! কারণ আমার বাবার পেশা কৃষক লেখা হয় যে কোন দরকারে! বাবা কৃষকই ছিলেন। বাংলার মানুষ জন্মগত বা বংশগত ভাবে কৃষক। তাই সবাই কৃষকের সন্তান। যারা বাড়ির ছাদে শখ করে একটা ফুলের গাছ লাগান তিনিও কৃষক। আমি এতো নরম লেখা লেখার আপাতত কারণ একটাই, আমরা এতো হিংস্র হয়ে গেছি যে, অন্যের মুক্ত মতামতকে মেনে নিতে পারিনা।

অথবা খুব বেশি খোলামেলা হয়ে অন্যের চিন্তা চেতনাকে আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলি। নিজেদের মানবতাবাদী প্রকাশ করি-কিন্তু মানবতার নূন্যতম অবস্থানও আমাদের হৃদয়ে নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।