আমাদের কথা খুঁজে নিন

   

রনির মুখের মধুর হাসি আর নেই

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। রনির মুখের মধুর হাসিটি আর দেখা যাবেনা। সহসাই যেন হারিয়ে গেছে রনির জীবনের সোনালী দিনের স্বপ্নগুলি। শ্রীমঙ্গলের মাষ্টারপাড়া আবাসিক এলাকার বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী স্বর্ণ ব্যবসায়ি দুলাল বণিকের ৩য় ছেলে রনি। বাবা-মায়ের আদলে থাকা রনির হাসিমুখটি শুধু তার পরিবারেই নয় বন্ধুমহলসহ অন্যদেরকেও করতো আকৃষ্ট।

গত ১৮ জানুয়ারি বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অন্তিম শায়নে শায়িত হতে হয়েছে রনিকে। বুধবার রনি তার বাবা দুলাল বণিক (৫৫), মা রতœা বণিক (৪৫) আর ভ্রাতুষকন্যা অর্পিতা বণিক (৮) কে নিয়ে মাধবপুরের চান্দুরায় আত্মিয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় নোয়াপাড়া বাজারের পাশে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে কবলিত হয় রনিদের প্রাইভেট কারটি। এসময় কারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পশে ফসলি জমিতে পড়ে গিয়ে দুমড়ে মুছড়ে যায়। গুরুতর আতহ অবস্থায় এদের সবাইকে প্রথমে মাধবপুর পরে বি-বাড়িয়া ও ঢাকায় নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে রনি মৃত্যুবরণ করে।

রনির পরিবারে নেমে আসে শোকের ছায়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।