আমাদের কথা খুঁজে নিন

   

রিমি রিমিঝিম রিমঝিম নামিলো দেয়া

রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া হেরি শিহরে কদম বিদরে কেয়া, নামিলো দেয়া। ঝিলে শাপলা কমল ঐ মেলিলো দল, গো মেলিলো দল মেঘে অন্ধ গগণ, বন্ধ খেয়া, নামিলো দেয়া। রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া। বারি ঝরে কাঁদে চারিধার ঘরে ঘরে আজি রুদ্ধ দুয়ার, গো রুদ্ধ দুয়ার। তেপান্তরে নাচে একা আলেয়া, নামিলো দেয়া। কাঁদে চখা-চখি কাঁদে মনি-কেকা দীপ নিভায়ে কাঁদি আমি একা, গো আমি একা। আজি মনে পড়ে সেই মন দেয়া নেয়া, নামিলো দেয়া। রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া। সুরঞ্জনা ও হিমু

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.