আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা যতই ধিক্কার দেননা কেন আমি মনে করি সৈয়দ আশরাফ যথার্থই বলেছেন......

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... সৈয়দ আশরাফের স্ত্রী লন্ডন প্রবাসী ভারতীয় নাগরিক, সেই সুত্রে তিনি একজন ভারতীয় জামাই। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না। ঠিকইতো সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে কেন রাষ্ট্র চিন্তিত হবে যেখানে...... ১। শেয়ার বাজার নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ২।

অর্থনৈতিক ব্যাপার নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ৩। খুনিদের নিশর্ত মাফ করে দেওয়া নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ৪। তিতাস নদী ভাগ করা হয়ে গেল রাষ্ট্র চিন্তিত নয়! ৫। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ৬। গুপ্ত, হত্যা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ৭।

বিদ্যূৎ ও জ্বালানি খরচ নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ৮। পুলিশের নির্যাতন নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ৯। ছাত্রলীগের হামলায় নিহতদের নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ১০। জীবন যাত্রার অতি ব্যয়ভার নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ১১। দূর্নীতি নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! ১২।

বিনা শুল্কে ভারতকে ট্রানজিট দিয়ে রাষ্ট্র চিন্তিত নয়! তাহলে কি নিয়ে রাষ্ট্র চিন্তিত??? ১। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাষ্ট্র চিন্তিত। ২। বিএনপি ও সরকার বিরোধীদের নিয়ে রাষ্ট্র চিন্তিত। ৩।

সরকার সমালোচকদের নিয়ে রাষ্ট্র চিন্তিত। ৪। কিভাবে হামলা মামলা করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত। ৫। কিভাবে মামলা থেকে নিজেদের খালাস করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত।

৭। কিভাবে নতুন নতুন কথার ফাঁকে মিথ্যা বলা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত। ৮। কিভাবে নিজেদেরকে ধোঁয়া তুলসি পাতা বানানো যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত। ৯।

কিভাবে প্রধানমন্ত্রীর ডিগ্রী দেওয়া করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত। ১০। কিভাবে বাংলাদেশর জনগণের টাকায় খাইয়া পইরা মোটা তাজা হইয়া ভারতের দাসত্ব করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত। আরেকটি মৃত্যুর খবরঃ বেনাপোলের ধান্যখোলা সীমান্তে রাশেদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবককে শনিবার ভোরে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত রাশেদুল যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

ভোরের দিকে রাশেদুলসহ একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিল। এসময় বিএসএফ গুলি চালালে রাশেদুল ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ এখনও বাংলাদেশ সীমান্তে পড়ে আছে। (ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ) পরিশেষে বলি, আসুন কীবোর্ড থেকে দু হাত সরিয়ে মুস্টিবদ্ধ করে আকাশে দিকে উঁচু করি আর প্রতিবাদ করে আন্দোলন গড়ে তুলি। আমার সোনার বাংলা তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.