আমাদের কথা খুঁজে নিন

   

কে এই আদলি মানসুর?

মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মানসুর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। গতকাল বুধবার রাতে এক অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হন। এর পরই মানসুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, গত ৩০ জুন মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান মানসুর। এর মাত্র চার দিন পর তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন।


নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মানসুর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এখনো নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।
শপথ গ্রহণের পর মিসরের সেনাবাহিনী ও জনগণের প্রশংসা করেছেন মানসুর। তিনি বলেন, ‘আমরা স্বৈরশাসনের পথ বন্ধ করেছি। ’
গতকাল বুধবার রাতে সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় সরিয়ে দিয়েছে।

একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।

কে এই মানসুর?
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আদলি মানসুরের জন্ম ১৯৪৫ সালে মিসরের রাজধানী কায়রোতে। তিনি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে লেখাপড়া করেন। মাত্র ২২ বছর বয়সে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন তিন সন্তানের এই জনক। ১৯৭০ সালে দেশটির রাষ্ট্রীয় কাউন্সিলে যোগ দেন।

এরপর সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক ১৯৯২ সালে মানসুরকে দেশটির সাংবিধানিক আদালতের উপপ্রধান হিসেবে নিয়োগ দেন।
মিসরের সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘মাসরাবি’ আদলি মানসুরকে ‘রহস্যময় বা দুর্বোধ্য’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।