আমাদের কথা খুঁজে নিন

   

হুম শেষ পর্যন্ত প্রথম আলো আসল গোমরটা ফাস কইরা দিল।আমরা এখন আসলেই ভারতিয়।

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। এতদিন ভাবতাম কি হইলে আর কি করলে নিজেরে ভারতীয় কইতে পারুম। কি দিলে হেরা আমারে ভারতীয় কইয়া স্বীকৃতি দিব।

ঘরে বইয়া ইন্ডিয়ান স্টার প্লাস আর জলসা দেখি, সিম ব্যাবহার করি এয়ারটেল। হিন্দিতে কথা কওয়ার চেস্টা করি। নিজের দেশের রাস্তা নাই, কিন্তু ভারতের লাইগা রাস্তা বানাই,ট্রাঞ্জিট দেই কিন্তু টাকা চাই না। টিপাইমুখতো দুরের কথা নিজের নদীর উপরেই বাধ দিয়া দেই হের পরেও হেরা আমাগো ভারতীয় বইলা স্বীকৃতি দেয় না। দেশে প্রায় দেখি কিছু কুলাঙ্গার দেশটারে ফাকিস্তান বানায়তে চায়, তার মানে বুঝতে পারি দেশটা তাইলে এহনো ফাকিস্তানের হয় নাই।

তাইলে দেশটা এখন কার? আমাগো? তাতো না। সব কিছুইতো এখন দাদাগো লাইগা চলতাছে। দাদাগো যা ভাল আমাগো লাইগা তাই ভাল। স্বীমান্তে হেরা আমগো মানুষের গোনায়ও ধরে না, তাও আমরা হাসি মুখে দাত কেলাই। হেরা আমগো চোরাকারবারিরে মারে আর হেগো চোরাকারবারিরা মারে আমাগোরে।

কি মজা! শেষ পর্যন্ত এবার স্বীকৃতি মিলল। দৈনিক উটপাখি পত্তম আলু আমগো বিজিবিরে ভারতীয় বাহিনি হিসেবে স্বীকৃতি দিল। হুররে!!! দিল আজ বহুত খুশ ( কি দেখছেননি কেমতে হিন্দি কই, কবে যে ভারতীয় পাসপুটা হাতে পামু, আফুসুস দুই মন্ত্রীর কথা শুইনা মন ভাল কইরা একবার ভাবেন আমগো ভবিষ্যত কত উজ্জ্বল। সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না- সৈয়দ আশরাফুল ইসলাম সংঘর্ষের একপর্যায়ে বিজিবির ওই সদস্য নিজেই ‘কোনোভাবে’ বিএসএফের কাছে আশ্রয় নেন-স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

এখন হাইকোর্টের স্বপ্রনোদিত রুল চাই " আমাদের কেন ভারতীয় নাগরিক ঘোষনা করা হবে না?" (কি ভয়ঙ্কর! একটি স্বাধীন দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যকে অন্য দেশের লোকেরা ধরে নিয়ে যায় আর এই ব্যাপারটা আমদের কাছে একটি সামান্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কারন আমাদের মধ্যে এখন স্বাধিন চেতনাটাই নস্ট হয়ে গেছে। ) [img|http://media.somewhereinblog.net/images/thumbs/berserk_1327141341_1-Untitled.png ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।