আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় ঘটনাবহুল ২০১১

পলাশ প্রেক্ষাপটে একটি বছর গেল। বিদায় ২০১১। সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। কেবলই সামনে এগিয়ে যাওয়া, পেছনে ফেরার সুযোগ নেই। তাই তো জীবন এত গতিময়।

সেই গতির ধারাবাহিকতায় মহাকালের পরিক্রমায় বিদায় নিচ্ছে আরো একটি বছর ২০১১। জীর্ণ ঝরাপাতার মতো ঝরে যাবে বিদায়ী বছরের ক্যালেন্ডারও। আজ ৩১ ডিসেম্বর শনিবার রক্তিম সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে যাবে ঘটনাবহুল এ বছরটি। আজ মধ্যরাতের প্রথম প্রহরে সূচিত হবে দীপ্ত আশায় উদ্ভাসিত নতুন বছরটি ২০১২। দেয়াল থেকে নেমে যাবে ক্যালেন্ডার।

উঠবে নতুন আশা জাগানিয়া সূর্য। শাসকগোষ্ঠীর প্রতিহিংসা গণমাধ্যম ও ভিন্নমত দলন, নির্যাতন-নিপীড়নের মধ্যে নিদারুণ উদ্বেগ-উত্কণ্ঠা এবং নিরাপত্তাহীনতায় কেটেছে বছরটি। প্রত্যাশা নিয়ে একটি নতুন বছর শুরু হলেও জনমনে নানামুখী ক্ষোভ ও হতাশা ছড়িয়ে বিদায় নিতে হচ্ছে বছরটিকে। আজ মধ্যরাত থেকে শুরু হবে নতুন বছরের যাত্রা। বিশ্বজুড়ে বরণ করা হবে শুভ নববর্ষ-২০১২-কে।

নতুন এ বছর বরণের মধ্য দিয়ে হািরেয় গেল বছরের আনন্দ-বেদনা আর সুখ-দুঃখের একরাশ স্মৃতি পেছনে ঠেলে বিদায় জানানো হবে-২০১১-কে। বছরটি হয়ে যাবে ইতিহাস। তবে অবিস্মরণীয় অনেক ঘটনা বুকে ধারণ করায় বাংলাদেশের মানুষের স্মৃতির দরজায় হয়তো বারবার কড়া নাড়বে প্রতিটি বছর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.