আমাদের কথা খুঁজে নিন

   

নাটাইপুর

একদিন নাটাইপুরে বেড়াতে এলো এক সাদা ঘুড়ি। নাটাইপুরের অনেকগুলো নাটাই তখন শুয়ে ছিল রোদে। গায়ে গা ঘেঁষে। এতগুলো নাটাই! খুশি হল ঘুড়ি। বলল, কে যাবে আমার সাথে? দূর থেকে একটা নাটাই বলল, আমি।

আমার অনেক দিনের শখ-একটা সাদা ঘুড়ি ওড়াব। সাদা ঘুড়ি বলল, বেশ। চল। নাটাই বলল, সুতো? সুতো ছাড়া ওড়াবে কেমন করে? তাই তো! তখুনি ঘুড়ি ছুটল সুতো আনতে। কোথায়? সুতোপাড়ায়।

সুতোপাড়া থেকে এক গোছা সুতো আনল। নাটাইপুরে এসে দেখল, নাটাইগুলো নেই। অবাক হল ঘুড়ি-ওমা, কোথায় গেল সব? দূর থেকে একটা নাটাই বলল, ঘুড়ি ওড়াতে গেছে। আরে এই নাটাইটাই তো ওকে ওড়াতে চেয়েছে। সাদা ঘুড়ি বলল, তুমি যাওনি? নাটাই বলল, আমি তো সাদা ঘুড়ি ওড়াব।

বসে আছি তোমার জন্য। শিগগির চল। বলেই সুতোর জামা পরে নিল নাটাই। সুতোর এক মাথায় বেঁধে নিল ঘুড়িটাকে। তারপর চলল মাঠে।

মাঠে গিয়ে ঘুড়ি তো ভীষণ খুশি। কত ঘুড়ি! বেগুনি ঘুড়ি, নীল ঘুড়ি আর আসমানি ঘুড়ি। সবুজ ঘুড়ি, হলুদ ঘুড়ি আর কমলা ঘুড়ি। আরেকটা লাল ঘুড়ি। আরেকটা কালো ঘুড়ি।

আরও একটা সাদা ঘুড়ি। আর ও নিজে একটা সাদা ঘুড়ি। একটা সাদা ঘুড়ি আরেকটা সাদা ঘুড়ি। দুটো সাদা ঘুড়ি। বাকিরা একটা করে।

দুটো সাদা ঘুড়ি আরেকটা বেগুনি ঘুড়ি। তিনটা ঘুড়ি। তিনটা ঘুড়ি আরেকটা নীল ঘুড়ি। চারটা ঘুড়ি। চারটা ঘুড়ি আরেকটা আসমানি ঘুড়ি।

পাঁচটা ঘুড়ি। পাঁচটা ঘুড়ি আরেকটা সবুজ ঘুড়ি। ছয়টা ঘুড়ি। ছয়টা ঘুড়ি আরেকটা হলুদ ঘুড়ি। সাতটা ঘুড়ি।

সাতটা ঘুড়ি আরেকটা কমলা ঘুড়ি। আটটা ঘুড়ি। আটটা ঘুড়ি আরেকটা লাল ঘুড়ি। নয়টা ঘুড়ি। নয়টা ঘুড়ি আরেকটা কালো ঘুড়ি।

দশটা ঘুড়ি। এবার শুরু হল দশ ঘুড়ির খেলা। কাটাকুটি খেলা। খেলতে খেলতে হঠাত্ ... কাটা গেল কালো ঘুড়ির সুতো। তারপর হারিয়ে গেল দূরে।

বাকি রইল নয়টা ঘুড়ি। কাটা গেল লাল ঘুড়ির সুতো। রইল বাকি আট। কাটা গেল কমলা ঘুড়ির সুতো। রইল বাকি সাত।

কাটা গেল হলুদ ঘুড়ির সুতো। রইল বাকি ছয়। কাটা গেল সবুজ ঘুড়ির সুতো। রইল বাকি পাঁচ। কাটা গেল আসমানি ঘুড়ির সুতো।

রইল বাকি চার। কাটা গেল নীল ঘুড়ির সুতো। রইল বাকি তিন। কাটা গেল বেগুনি ঘুড়ির সুতো। রইল বাকি দুই।

কাটা গেল একটা সাদা ঘুড়ির সুতো। রইল বাকি এক। এরপর সবগুলো নাটাই ফিরে এলো নাটাইপুরে। কারও সাথে ঘুড়ি নেই। কেবল একটা ঘুড়ি ফিরল নাটাই নিয়ে।

সেই সাদা ঘুড়িটা। নাটাইপুরে যে বেড়াতে এসেছিল। আগামীকাল বিকেলে আবারও উড়তে যাবে। http://sokalerkhabor.co.cc/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.