আমাদের কথা খুঁজে নিন

   

এখন আপনেরাই বলুন একটা রাজনৈতিক দলের কোন সিষ্টেমে চলা ভাল?

প্রোপাগান্ডাই গা না ভাসিয়ে সত্য জানার চেষ্টা করুন.... যেমন ধরুন বিএনপি / আওয়ামিলীগ এর টাকায় ছাত্রলীগ / ছাত্রদল চলে কিভাবে? ----- এমপি, মিনিষ্টারদের টাকা থেকে। এমপি, মিনিষ্টারদের এত টাকা আসে কোথা থেকে? ----- জানেনই ত কিভাবে আসে (জনগণের টাকা মেরে) এখন আপনেরাই বলুন একটা রাজনৈতিক দলের কোন সিষ্টেমে চলা ভাল? জনগণের টাকা মেরে না্কি কর্মী / সদস্য / শুভাকঙ্খী মানুষের সেচ্ছায় প্রদত্ত টাকায়? শিক্ষক-কর্মকর্তারা নিয়মিত চাঁদা দেন শিবিরকে এটা চাদা না। এটা আসলেই এয়ানত। এটা কোন জোরপূর্বক আদায় নয়। পুরোপুরি সেচ্ছায় দান। অন্য পার্টি লুটতরাজের টাকায় চলে। কিন্তু শিবির / জামাত কর্মী / সদস্য / শুভাকঙ্খী ইত্যাদি মানুষের সত উপায়ে অর্জিত টাকা দিয়ে চলে। নিউজটা এমনভাবে হাইলাইট করা হল যে চাদা দিয়ে চলে ছাত্রশিবির। আর চাদা হল অনেকটা জোরপূর্বক টাকা আদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।