আমাদের কথা খুঁজে নিন

   

যতসামান্য প্রেম নগণ্য !

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি ১. কবির প্রেম বিষাদ কাঠির দমে দমে, কবির প্রেম বিষের বাঁশিতে, কবির প্রেম গলায় ঢেলে দেয়া গরলে, কবির প্রেম চোখের তারায় তারায় আর মনের চিলেকোঠার নিরব বারান্দায়। তারপর যদি কিছু বাকি থাকে- সেটুকু নারীর জন্য! ২. ওই অল্প যেটুকু, তাতেই কবির প্রেম- অসীম অফুরন্ত আর যদি সবখানি প্রেম নারীর জন্য হতো, তাহলে কী হত! ৩. সর্বগ্রাসী হয়ে- কবি সবকিছু শেষ করে দিত। কবির প্রেম যে লাভার মতো দাহ, ঝড়ের মতো অশান্ত! ৪. নারীর জন্য কবি প্রেম- অল্পই ভালো সবখানে সব প্রেম চলে যাক, বাকিটুকু নারীর জন্য থাক। নারীও কিছু ভালোবাসা পাক। ৫. কবিও সারাক্ষণ, প্রেমে প্রেমে সাঁতরাক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।