আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় (বিদেশী) আগ্রাসন রুখবে কে?

আমি একজন ভালো মানুষ হতে চেষ্টা করছি সেই প্রথম হতে আমাদের দেশের সুজলা-সুফলা-শস্য-শ্যামলা প্রকৃতি হাজার বছর ধরে আকর্ষণ করে আসছে হাজারো জাতিকে। তাই যুগে যুগে এখানে এসেছে বিভিন্ন ভাষা-ভাষী মানুষ। বাংলা ভাষার শব্দ ভান্ডার দেখলে সহজেই তা বোঝা যায়। পাকিস্তানী, বৃটিশ কিংবা ওলন্দাজ, কার হাতে মার খায় নি এদেশের মানুষ? কিন্তু তারপর তো স্বাধীনতা (!) নামক সার্বভৌমত্ব পেলাম! কিন্তু এখন বলা হচ্ছে ভারতীয় আগ্রাসনে দেশ জর্জরিত। কী বিষ্ময়তর! কী লজ্জার! যারা বলছেন তারা একবার নীচে চোখ বুলিয়ে যান।

শুরুটা করব গতকালের bpl দিয়ে। পাকিস্তানী খেলোয়াড় শহীদ আফ্রিদিকে কিনে নেয়া হয় সাত লাখ মার্কিন ডলারে! চিন্তা করা যায়? কেন? বাংলাদেশে খেলোয়াড়ের অভাব? তামিম, আশরাফুল, মুশফিক এরা কেউই কি যোগ্য ছিল না? আসছে ফেব্রুয়ারী মাস। তাহলে তো কথাই নেই। bpl এর উদ্বোধনী অনুষ্ঠানে গান করতে আসে শ্রেয়া ঘোষাল! কেন? সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা ছিল না? এর আগে destiny আনলো শাহরুখ খান, সালমান আর ক্যাটরিনাকে! কত টাকা দিয়ে সেটা চিন্তার বাইরে। বাংলাদেশের অর্থনীতি নাকি খারাপ! শুনে হাসতে ইচ্ছা করে।

মেসির ম্যাচ দেখতে সর্বনিন্ম পাঁচ হাজার টাকা দিয়েও টিকেট কিনা সম্ভব এদেশে! বলা হচ্ছে ভারতীয় আগ্রাসন তাও যখন ndtv তে বাংলাদেশী নাগরিককে মারার খবর দেখানো হলো তারপর। বাংলাদেশ সরকার ট্রানজিট দিচ্ছে বলে বিশাল ব্যাপার। কিন্তু সন্ধ্যা হলেই আমাদের মা-বোনেরা ডুবে থাকে sony. Star plus, star jalsha, etv bangla, z bangla র সিরিয়ালে। নেপোলিয়ান বলেছেন- “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। ” আমাদের মায়েরা দেখেন ইন্ডিয়ান সিরিয়াল, আমরা দেখি ইন্ডিয়ান ফিল্ম।

ভারতীয় ছবি মুক্তির আগে আমরা খবর নেয়া শুরু করি কবে পাব? পিকনিকের মৌসুম চলছে। পিকনিকের বাসে চলে why this kolabori di? চলে Baby by Biber. চলে অনবরত হিন্দী গান। বিয়ের/গায়ে হলুদের অনুষ্ঠানে যান? গেলে বুঝবেন ’শীলা কী জওয়ানি’র কী দাম? আমরা একটা মজার গান লিখতে পারি না। আমাদেরকে ঢিঙ্কা চিকার নকল শুনতে হয়, শুনতে হয় ’তেরী মেরী’র নকল ’হাতে ধরি পায়ে পড়ি’। এখন চলছে ইসক সুফিয়ানা আর উলালা উলালা র দিন।

বুঝেন ব্যাপার। আমার জানামতে খালি বাংলাদেশেই don2 এর ডাউনলোড হয়েছে ২ লাখ এরও বেশি বার। ভারত তো আর কপিরাইট আইন নিয়ে ভাবছেনা। dorimon এর প্রভাবে বাচ্চাদের মুখে হিন্দী ফুঠে বাংলার আগে। নেপোলিয়ানের বক্তব্যর কী সার্থকতা! এ. আর রহমান অস্কার পেলে আমরা শুনি জয় হো! আমি facebook এ গেরিলা ছবির একটা গান পোষ্ট করেছি।

লাইক করেছে ৩ জন। তাদের সবাই গানটা শুনেও নাই। অথচ গেরিলা অস্কারের যোগ্য। বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়। পাকিস্তান থেকে কয়জন দর্শক আসে? পাকিস্তানের পতাকায় সয়লাব হয় স্টেডিয়াম এ।

করে কারা? ভারত বনাম বাংলাদেশের খেলা হয়। ভারতের পতাকা বহনকরে কারা? কয়দিন আগেও দেখতাম বাংলার মেয়েরা লিখে আনত “afridi please marry me!” বাংলাদেশে ছেলের অভাব না তাদের শক্তি নাই? সবই তো আমরা। মনে হয় আবাহনী আর মোহামেডানের খেলা। যারা বলে ভারতীয় আগ্রাসন বন্ধ কর তারাই বলে-”আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান/পাকিস্তান”। যারা বলে রাজাকার (!) তাদের কেউ কেউ আবার ভারত পূজারী! আর কেউ কেউ হিন্দুত্বের বিরোধীতায় মগ্ন।

বলা হয় মুক্তিযুদ্ধে পাকিস্তানীরা নাকি বাঙালী নারী ধর্ষণ করেনি, করেছে ভারতীয়রা। কী আফসোস! নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমেরিকা। তাদের কুটনৈতিক এখানে অনেক কিছু। কী মনে হয় সবটাই কি ভারতীয় আগ্রাসন? নাকি বিদেশী আগ্রাসন? নাইকো গ্যাস জ্বালায় কি ভারতের নির্দেশে? সিমেন্স ঘুষ দেয় কেন? ভারতের জন্য? একজন লিখেছে হিন্দুরা নাকি এদেশের সেবচেয়ে বড় শত্রু! কতবড় ভুল!! এদেশের মানুষের গ্যাস্ট্রিক হলেও দৌড়ায় ভারতে! অথচ অতীতে নূতন চন্দ্র সিংহ (কুন্ডেশ্বরী), আর. পি. সাহা, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা জোয়াদ্দার এরা সবাই হিন্দু। আমি ভারতীয় বা পাকিস্তানী নই, আমি বাংলাদেশী হিসেবে মর্যাদা পেতে চাই।

কোন ধর্মের সেটা ব্যাপার নয়। ব্যাপারটা দেশপ্রেমের। যারা গোলাম আযমের নামের আগে ‘প্রফেসর’, ’স্যার’ বলে তাদের যেমন ঘৃণা করি। তেমনি সমানভাবে ঘৃণা করি যারা বাংলাদেশে থাকে, বাংলাদেশের খায় আর ভাব দেখায় ভারতের। আমাদের কোরবাণীর বাজারে গরুর দাম কমে না যদি ভারত থেকে গরু না আসে।

এখন, এটাও তাদের সম্পদ। আর আমরা খালি হা হুতাশ করে বেড়াই। লজ্জা কি আামদের পাবার কথা নয়? এখনো কী সময় হয় নি জেগে উঠার? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.