আমাদের কথা খুঁজে নিন

   

আর কত এভাবে??

বিষন্ম পথের পথিক প্রথমেই বলে নেয়া ভালো যে রাজনৈতিক বিষয়ে আমার ভালো ধারণা নেই। আমারই দুই জন বন্ধুর আলোচনা থেকে নেয়া। আজকে সন্ধ্যায় আমরা তিনজন বন্ধু একটা অনুষ্ঠান শেষে বাসে করে বাসায় ফিরছিলাম। রাস্তায় একটি রাজনৈতিক পোস্টার দেখে তর্কযুদ্ব শুরু হয়ে গেল। এবারের ক্ষমতায় কে যাবে , কে গেলে দেশ ও দশের উন্নয়ন ঘটবে।

দুই জনেই যখন আওয়ামিলীগ ও বাংলাদেশ জাতীয় পার্টি নিয়ে তুমুল তর্কযুদ্ব করছে তখন বাসের কন্ডাক্টর ভাড়া নিতে এসে তাদের কথা শুনে বলল- " বি.এন.পি আর আওয়ামিলীগ এর কতা বাদ দেন। ওগো কতা হুনতে আর বালো লাগে না। " কেন তাদের কথা আমাদের শুনতে আমাদের ভালো লাগে না। আমাদের আলোচনায় কেন তাদের সুনাম নেই ? স্বাধীনতার চল্লিশ বছর পরেও আমরা কেন এত পিছিয়ে ? দেশের উন্নয়নের নামে ক্ষমতা আর বিলাসিতার লোভে যে ক্ষতি তারা করেছে এর জন্য কি আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজ্নম তাদের ভুলের মাসুল দেবে ? আমাদের দুরদর্শী চিন্তা করতে হবে। নয়ত যে বাংলাদেশ হাজার শহীদ ও দেশপ্রেমিকের রক্তে অর্জিত তা পৃথিবীর বুক থেকে নিশ্চহ্ন হয়ে যাবে।

আসুন আমরা দলীয় স্বার্থ নয় ক্ষমতার জন্য নয় দেশ ও দশের জন্য কাজ করি। যেন উন্নত বিশ্বের মত আমরাও স্বগৌরবে মাথা তুলে দাড়াতে পারি। অনেককে বলতে শুনছি "নিজেই বাচিঁ না আবার দেশ" তাদের উদ্দেশ্যে "যদি নিজে বাচঁতে চান আগে আমাদের সোনার বাংলাকে বাচাঁন" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।