আমাদের কথা খুঁজে নিন

   

১৮±ময় জাহাজী জীবন

Nothing goes unpaid ***জাহাজীরা কি মানুষ? ইহা বিসিএস পরীক্ষার অতি গুরুত্বপূর্ন কোন প্রশ্ন নয়। তিন তারা দেখে বিভ্রান্ত হবার কিছু নেই। কোন ধরনের ভর্তিপরীক্ষায় বা চাকরি নিয়োগ পরীক্ষায় এই প্রশ্ন কখনও আসে নি বলে ইতিহাসবিদরা সুস্পষ্ট ইজ্ঞিত দিয়েছেন!! তাতে কি ? বিসিএস পরীক্ষায় আসেনি বলে কি জাহাজীদের সম্পর্কে মানুষেরে জানার আগ্রহ বা জ্ঞান কম নাকি? এই তো সেদিন আমার এক জাহাজী বন্ধুর বিয়ে ভেঙ্গে গেল । কনে পক্ষ যখন শুনল বর -জাহাজী । কনের বাবার দার্শনিক বক্তব্য- জাহাজীরা মানুষ না ।

এরা হইল ইতর শ্রেনীর প্রাণি। এরা মদ খায় পানির লাহান। এরা অন্যের বউ ভাগাইয়া নিতে উস্তাদ। এদের নিজেদের বউ অন্যের লগে ভাইজ্ঞা যায়। এদের বন্দরে বন্দরে একটা করে বউ থাকে(আস্তাগফিরুল্লাহ)।

আমি জাইনা শুইনা এই রকম সাক্ষাৎ ইবলিশের হাতে মাইয়া তুইলা দিতে পারি না। ইউরিয়া সারের ডিলার এই কনের বাপেরই বা দোষ কি? বাংলা সাহিত্যের অন্যতম প্রশ্নবোধক চিহ্নযুক্ত সু-সাহিত্যিক হুমায়ুন আহমেদ পর্যন্ত জাহাজীদের কালো দিকটাই তুলে ধরেছেন অতি হৃদয়বিদারকভাবে তার ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা এবং বইয়ে। এরিস্টটল,গ্রেগর জোহান মেন্ডেল এর মত মহান ব্যক্তিরা জীবনের কোন না কোন সময় জাহাজী ছিলেন। এরা জাহাজী না হইলে মানুষ্য সভ্যতার গোরাপত্তন হইত না। মানুষ এখনো বান্দর থাইকা যাইত আর কলা গাছে ঝুইলা ঝুইলা কলা খাইত!!অনেকেইতো আয়নায় তাকালেন, কোন কিছু মিলে গেল না তো? আরে ভাই জর্জ বুশের চেহারা দেখেন না পুরা বান্দররে মত।

লুঙ্গি টান দিলে হয়ত লেজ ও মিলতে পারে!!! আপচুচ ,মানুষ বড় অকৃতজ্ঞ জাতি। তারা আজ সভ্যতার সূচনাকারীদের প্রতিই প্রশ্ন ছুড়ে দিয়েছে এরা মানুষ কি না। আজকের এই আধুনিক সভ্যতার ৯০ভাগ পন্য পরিবাহিত হয় জলপথে(এটা আবার বিসিএস পরীক্ষায় আসে!!)। কাহারা পরিবহন করে। জাহাজীরা।

এই দ্বিতীয় লাইনে আইসা সবারই কি এক অজানা করনে কলমের কালি ফুরাইয়া যায় আর লিখতে পারে না ! কিন্তু আমি আজ আপনাদের এক অতি গোপন তথ্য জানিয়ে দিব। আমাদের জাহজী পেশার গুরু ক্রিস্টোফার কলম্বাস(শ্রদ্বা প্রদর্শনের জন্য একবার জাপানি স্টাইলে মাথা নোয়াতে হবে!লক্ষ্য রাখতে হবে মাথা যেন কোথাও লেগে ফেটে না যায়) তার সারাজীবনের অভিজ্ঞতা থেকে বলে গেছেন- ‘ডিম আগে না মুরগি আগে’-এই প্রশ্নের সমাধান যতদিন না হবে , ততদিন জাহাজীরা মানুষ কি না এই প্রশ্নের ও সমাধান মিলবে না!!! মনে রাখতে হবে-পানি থাকলে জাহাজ ভাসবে,জাহাজ ভাসলে জাহাজী থাকবে। কাজেই যে যাই বলুক অত চিন্তার কিছু নাই!! দিনে দিনে বেলা অনেক গেল!কলম্বাস মইরা ভূত হইল। এরপর থেকে কেউ খুব একটা এই নয়ে উচ্চ বাচ্য করে নি! কিন্তু গবেষনা থেমে থাকেনি! লোকমুখে শোনা যাচ্ছে আগামী বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার এটা নাকি বাধ্যতামূলক প্রশ্ন!!(প্রশ্ন ফাস হয়ে গেল নাকি?!!) একটা জাহাজী কৌতুক,ভয়াবহ ১৮+(নিজ দায়িত্বে পড়ুন...) জাহাজী বাসর রাতে তার বউ এর হাত ধরে রোমান্টিক গল্পে মশগুল। এটা ওটা সেটা নানা কথার পর বেরসিক বউ হটাৎ জাহাজীকে বলে-আচ্ছা তুমি আমার মাথায় হাত দিয়ে বলতো তুমি ভার্জিন কি না।

তুমি সত্যি কথাটা বলো। যদি মিথ্যা বলো তাহলে কালকেই যেন আমার মরন হয়! জাহাজী চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে(নিজের বুকে!) আত্মবিশ্বাস নিয়ে বলল-সে ভার্জিন! আত্মবিশ্বাসের মাত্রা এতই বেশি ছিল যে বউ লজ্জা পেয়ে নিজের কান ধরে ক্ষমা চাইল তাকে অবিশ্বাস করার জন্য। পরদিন সে অন্য জাহাজী বন্ধুদেরকে ঘটনাটা খুলে বলল। আরেক জাহাজী তখন বলে ঊঠল-এই শালা ব্রাজিলে না তোর এক বান্দ্ববী ছিল। সাতদিন ওর বাসায় ডেটিং মারলি।

তুই ভার্জিন হলে তো এরশাদ চাচাও বলবে সে ভার্জিন! সদ্য বিবাহিত জাহাজী বলল-আমি যখন বউয়ের হাত ধরে বললাম আমি ভার্জিন তখন মনে মনে বলেছি –আমি পিছন দিয়ে ভার্জিন!!! আর মনের কথাই তো আসল কথা!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।