আমাদের কথা খুঁজে নিন

   

জুল ভার্ন বিশ্বমাতানো কল্পবিজ্ঞান সাহিত্যের এক বিস্ময়কর অগ্রদূত।

ব্যক্তিগত জীবনে প্রচণ্ড ঘরকুনো এক মানুষ, অথচ তিনি তাঁর বাড়ীর চিলেকোঠায় বসে লিখে গেছেন বিশ্বমাতানো সব কল্পবিজ্ঞান কাহিনী। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। সারা বিশ্বে তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। নির্মিত হয়েছে অসামান্য সব চলচ্চিত্র তাঁর বেশ কিছু কাহিনী নিয়ে। প্রথম বই বেলুনে পাঁচ সপ্তাহ অত্যন্ত অবাস্তব বলে কোন প্রকাশক ছাপতে রাজী না হওয়ায় রেগে গিয়ে পাণ্ডুলিপি আগুনে পুড়িয়ে ফেলার সময় তাঁর স্ত্রীর হস্তক্ষেপে রক্ষা পায়।

পরে এ বইটি প্রকাশিত হলে রাতারাতি প্রচন্ড জনপ্রিয়তা পায়। তিনি জুল ভার্ন, (ফরাসি ভাষায়: Jules Gabriel Verne, জুল গাব্রিয়েল ভের্ন) একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য যিনি হয়েছেন বিখ্যাত। তিনি একজন বিস্ময়কর বিশ্বমাতানো কল্পবিজ্ঞান লেখক। জুল ভের্নের জন্ম ১৮২৮ সালে। ৮ই ফেব্রুয়ারী ফ্রান্সের পশ্চিমে বিস্কে উপসাগরের তীরে অবস্থিত নঁত নামের বন্দর শহরে।

শৈশবকাল কাটে এখানকার বিদ্যালয়ে পড়াশুনা করে। ১২ বছর বয়সে জাহাজের কেবিনবয় হিসেবে কাজ নিয়ে বাড়ী থেকে পালাতে গিয়ে ধরা পড়ে মায়ের কাছে প্রতিজ্ঞা করেন এখন থেকে নিজের মনের মধ্যেই ঘুরে বেড়াবেন। বাবার ইচ্ছায় আইন বিষয়ে পড়াশুনা করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে বেশ প্রসার লাভ করেন। অভিযানপ্রিয় জুল ভের্ন খুব দ্রুত বিরক্ত হন এ পেশার প্রতি। আইন ব্যবসা ছেড়ে পাড়ি জমান আমেরিকাতে ১৮৬৭ সালে।

সাহিত্যাঙ্গনে ভের্নের প্রবেশ ঘটে মঞ্চনাটক লেখার মাধ্যমে। তাঁর লেখা মঞ্চনাটক জনপ্রিয়তা পায়। তাঁর সৃষ্ট চরিত্রগুলির মধ্যে ক্যাপ্টেন নিমো, রোবার ও ক্যাপ্টেন হ্যাটেরাস উল্লেখযোগ্য। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ও নানা সাহেরের ইতিহাস আশ্রিত তাঁর উপন্যাস টাইগার্স এন্ড ট্রেটস-এ অবিভক্ত ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিখুঁত বর্ণনা পাওয়া যায়। ফ্রান্স সাহিত্য অ্যাকাডেমি তাঁকে "অর্ডার অব মেরিট" সম্মানে ভূষিত করে।

জুল ভের্ন ইংল্যান্ড রয়াল অ্যাকাডেমির সম্মানসূচক সদস্যপদ লাভ করেন। তাঁর লেখা অনেকগুলো গ্রন্থের কয়েকটিঃ ১৮৫৯ : ভোয়াইয়াজ আ রকুলোঁ অনংলতের এ অনেকস (Voyage à reculons en Angleterre et en Écosse) ১৮৬২ : ল্য কোঁত দ্য শঁতলেন (Le Comte de Chanteleine) -- ১৮৬৩ : সাঁক সমেন অঁ বালোঁ (Cinq semaines en ballon) -- বেলুনে পাঁচ সপ্তাহ ১৮৬০ : পারি ও ভাঁতিয়েম সিয়েক্‌ল (Paris au XXe siècle) -- বিংশ শতকের প্যারিস ১৮৬৪-১৮৬৭ : লেজাভন্‌তুর দু কাপিতেন আতেরা (Les Aventures du capitaine Hatteras) -- ক্যাপ্টেন হ্যাটেরাসের অভিযান ১৮৬৪ : ভোয়াইয়াজ ও সঁত্র্ দ্য লা তের (Voyage au centre de la Terre) -- ভূকেন্দ্রে অভিযান ১৮৬৫ : দ্য লা তের আ লা লুন (De la Terre à la Lune)-- পৃথিবী থেকে চাঁদে/ চাঁদে অভিযান (সেবা প্রকাশনী থেকে প্রকাশিত নাম) ১৮৬৬-১৮৬৮ : লেজঁফঁ দু কাপিতেন গ্রঁ (Les Enfants du Capitaine Grant) -- ক্যাপ্টেন গ্রান্টের শিশুদের খোঁজে ১৮৬৯ : ভাঁত মিল লিও সু লে মের (Vingt mille lieues sous les mers) -- সাগরের তলে বিশ হাজার লিগ/ পাতাল অভিযান (সেবা প্রকাশনী থেকে প্রকাশিত নাম) ১৮৬৯ : ওতুর দ্য লা লুন (Autours de la Lune) ১৮৭০ : লোঁক্‌ল্‌ রোবাঁসোঁ (১৯৯৩ সালে প্রকাশিত) (L'oncle Robinson) ১৮৭০-১৮৭৪ : ল শঁসেলর (Le Chancellor) ১৮৭০ : আভঁতুর দ্য ত্রোয়া রুস এ দ্য ত্রোয়া জংলে দঁ লাফ্রিক ওস্ত্রাল (Aventures de trois Russes et de trois Anglais dans l'Afrique australe) ১৮৭১ : উন ভিল ফ্লোতঁত (Une ville flottante) ১৯০৫ সালের ২৪ মার্চ আমেরিকায় তিনি মৃত্যুবরণ করেন। সূত্রঃ উইকিপিডিয়া।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।