আমাদের কথা খুঁজে নিন

   

সেই যে আমার নানান রঙের দিনগুলি...

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে (সিনেমা রিভিউ-১) সম্প্রতি আবারো দেখা (প্রতিটিই ৫/৭ বার একটানা!) নব্বই দশকের দুটো সফল বাংলা ছবির উপর আলোকপাত করছি যে ছবি হৃদয়ে দাগ কাটে, আর চোখের জল তো নিশ্চিত আসে। প্রথমেই সফি বিক্রম্পুরির দেন মোহর, ১৯৯৪- সালমান এবং মৌসুমি। যদিও বিদেশি গল্প অবলম্বনে ছবিটি চিত্রনাট্য লাভ করে, তবুও অসাধারণ একটি গল্পের নমুনা। আমাদের সমাজের দেনমোহরানা নিয়ে প্রচলিত ঘটনার চমৎকার রুপ বিন্যাস। দুই রাজ্যের দুই মালিক রাজিব আর আহমেদ শরিফ এর পুত্র-কন্যা থাকে সালমান আর সুমি।

তাদের পরিচয়, নিটোল প্রেম আর প্রণয় কালীন নাটকীয়তা এবং প্রণয় পরবর্তী ট্রাজেডি চোখের জল আনতে যথেষ্ট। রাজপুত্র সালমানের যে ঘোড়া ছিল, আর তার মৃত্যু প্রতিশোধ নেওয়ার মায়াবী অভিনয়- জবাব নেই। একবার দেখলে, বারবার দেখার সাধ জাগে মনে! আর গান গুলোর কথা নতুন কি বলব! হিট খালিদ হাসান মিলুর শুধু একবার বল ভালোবাসি, মউসুম এলো ভালবাসার- এরকম শ্রোতাপ্রিয় গান আজ কাল কোন মতেই পাওয়া যায়না। শক্ত গল্পের মেগা হিট ছিল দেন মোহর। সিনেমা হল গুলোতে মানুষের উপচে পড়া ভিড় আজ শুধু স্মৃতি।

এবার দৃষ্টিপাত করব দিলিপ সোম এর দোলা, ১৯৯৩- সিনেমার উপর। সানি- মৌসুমি জুটির সফল আরেকটি হৃদয় কাড়া গল্প গাঁথা। নায়িকা টাইটেল ছবি (লজ্জা ছায়াছবি আরেকটি)যে সুপার হিট হতে পারে তা দোলা না দেখে বিশ্বাস করা যাবেনা। মেডিকেল পড়ুয়া হিন্দু মেয়ে সুমি আর ধনির দুলাল মুসলিম সানি- দুজনের অনবদ্য প্রেম কাহিনি এ দোলা। ঘটনাপ্রবাহ এরকম- মৌসুমি একটা গান লেখে যা তার হোস্টেল বান্ধবী কে শুনায়, এক পর্যায়ে আনন্দের আতিশয্যে বহুতল হোস্টেলের জানালা দিয়ে সে কাগজ খানা পড়ে যায়, পড়বি তো পড় ওমর সানির গাড়ির উপর।

স্বপ্নের পৃথিবী থেকে এস তুমি... শিরোনামের গান পড়ে সানি কল্পনার রাণী সুমি কে খুঁজতে পাগল প্রায়। কলেজের এক ফাংশনে তাকে পেয়েও যায় সানি। অতঃপর নিখুঁত প্রেম, সানি জানতেও পারে না সুমির ধর্ম। পাহাড় থেকে পড়ে যাওয়া সানিকে রক্ত পর্যন্ত দেয় সুমি। কোথায় ধর্মের দেয়াল, প্রেম সর্বজনীন।

ওই সময়ের প্রেক্ষাপটে হেলিকপ্টারে সানির আকাশ থেকে ফুল ছিটিয়ে মৌসুমিকে প্রেম নিবেদন করার দৃশ্যটি ছিল সফল এক দুঃসাহস, এখনো ওরকম রোমাঞ্চ দেখা যায়না। এভাবে ঘটনা প্রবাহে হুমায়ন ফরিদির আবির্ভাব, সুমির বাবার বন্ধুর ছেলে। তার সাথে মৌসুমি কে জোর করে বিয়ে দিতে উদ্যত হয় খলিল। ওমর সানির অমর প্রেমে ছুটে যায় সুমি বিয়ের আসর থেকে, তাদের মিলও হয়, রক্তাক্ত আলিঙ্গনে, পৃথিবীর ওপারে। ফরিদির গুলির কালো ধোঁয়ায় শেষ হয় ইতিহাস খ্যাত দোলা।

রুনা-সাবিনা হীন গান যে সুপার হিট হয়, তার প্রমাণ এ ছবির সালমা জাহানের সব গান, তার জুটি ছিল আগুন+ এম এ খালেক। তুমি সুন্দরও আমার অন্তরও, টাইটেল গান দোলা, ভালোবাসা ভালোবাসা বাধে বাসা কত আশা, তুমি একবার এসে দেখে যাও... এরকম ৫ টি অতুলনীয় গান ছিল। ছবিপ্রিয় দের প্রতি আমার অনুরোধ রইবে সিনেমা দুটো দেখার জন্য, পয়সা এবং সময়- দুটোই উসুল হবে। ১১০% গ্যারান্টি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।