আমাদের কথা খুঁজে নিন

   

মনে আছে কি?

বাধ ভাঙ্গার শব্দ শুনি................... মনে আছে,একদিন আমি চলে গিয়েছিলাম, ছিড়ে ফেলেছিলাম সব বাধন, সব ভালোবাসা বুকের গভীরতর অন্দরমহলে, চাইছিলাম চাপা দিতে এক সমুদ্র কষ্টের নিচে, তুমি দিলে না মোরে যেতে, মিথ্যে মোহের শত শিকলে বাধলে মোরে, আষ্টেপৃষ্ঠে মোরে আটকে ফেললে তোমার মায়াজালে, বাধা পড়লাম আবার আমি তোমার প্রেমের কারাগারে, এক দিন,দুই,দিন,পাচ দিন,দশ দিন......................................................।। তারপর? সব বাধন ছিড়ে ফেললে এক টানে, ভেঙ্গে দিলে এক মুহুর্তে তোমার গড়া স্বর্গসম নরক, নরম হাতের কষাঘাত এত শক্ত কে জানত? যার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন পুরুষের সাজানো সুন্দর স্বপ্ন, সমস্ত সম্পদ নিয়ে আত্মসমর্পন করেছিলাম যে কারাগারে নিজ হাতে ভেঙ্গে ফেললে নিজের গড়া তোমার সে প্রেমের কারাগার, আশ্রয় হারিয়ে সব ভালোবাসা আজ বারো ভুতের ভোগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।