আমাদের কথা খুঁজে নিন

   

সৌর বিদু্ৎ নিয়ে বিশেষ টক শো আজ এটিএন বাংলায় দুপুর ১.২৫ টায়

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর বিদ্যুৎ বিশেষ অবদান রাখছে। অনেক বড় বড় প্রতিষ্ঠানই এখন নিজেদের সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। এর ফলে দেশের জনগণ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে আসবে অনেকাংশে। বড় বড় ভবনের পাশাপাশি বাড়িতেও এই প্রযুক্তি ব্যবহার আমাদেরকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে সহায়তা করবে।

যথাযথভাবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য অনেক প্রতিষ্ঠান কাজ করছে। এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধারদের অংশগ্রহণে এটিএন বাংলায় ১৭ জানুয়ারী দুপুর ১টা ২৫ মিনিটে প্রচার হবে জাপান সোলারটেক বিশেষ টক শো। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ইডকল এর পরিচালক ফওজুল কবির খান, গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক আফসার কামাল এবং জাপান সোলারটেক এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদুল হক। অনুষ্ঠানে আলোচকবৃন্দ বাংলাদেশে সৌর বিদ্যুৎ ব্যবহারের সাফল্য ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউনিট্রেন্ড লিমিটেড-এর চেয়ারম্যান মুনির আহমেদ খান উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।