আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ অধরা ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ক্লান্ত চোখের মেঘ-বৃষ্টি চিবুক বেয়ে জল-প্রপাতের ধারা সাগরের সমস্ত নোনা যেন উপচে পড়ে কখনো শিশির বিন্দু ফোঁটায়, কখনো বা অঝোর ধারায়। সারাটা বেলা মেঘলা আকাশ, ঝির ঝিরি বাতাসে কাঁপন উপেক্ষাতে ছুটে চলা ঝাও বনের আড়ালে সেতো নেই, কোথাও নেই, মিশে গেছে যেন ধুম্রো জালে ঝন ঝনিয়ে কাঁচের আওয়াজ, বাজে তাই হৃদয় জুড়ে। কত আশায় বুক বেঁধে চেয়ে থাকা শূন্য পথে ভুল করেও হয় যদি দেখা সেই পথের বাঁকে ক্লান্ত চোখে মৃদু পায়ে চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায় শূন্য সেই পথের বাঁকে, একা একা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।