আমাদের কথা খুঁজে নিন

   

স্কটল্যান্ডের স্বাধীনতা: আলোচনায় বসছেন নেতারা

১৭ জানুয়ারি: স্কটল্যান্ডের পূর্ণ স্বাধীনতার প্রশ্নে সম্ভাব্য গণভোট নিয়ে বৃটেন ও স্কটল্যান্ডের শীর্ষ নেতারা আলোচনায় বসবেন। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিষয়টি নিয়ে স্কটিশ ফাস্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ডের সঙ্গে সাক্ষাত ও আলোচনা করতে রাজী হয়েছেন। এমন সময় বৃটিশ প্রধানমন্ত্রী এ সম্মতি দিলেন যখন লন্ডন এর আগে দাবি করেছিল, কোন অবস্থায়ই স্কটল্যান্ডের স্বাধীনতা মেনে নেয়া হবে না। আগামী কয়েকদিনের মধ্যে ক্যামেরন ও স্যালমন্ডের সাক্ষাতের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। স্কটল্যান্ডের পূর্ণ স্বাধীনতার প্রশ্নে দেশটিতে গণভোটের প্রসঙ্গ উত্থাপিত হওয়ার পর থেকে বৃটিশ সরকার এর বিরোধিতা করে আসছিল। যে কোন উপায়ে স্কটল্যান্ডকে যুক্তরাজ্যের সাথে রাখার চেষ্টা করছিল বৃটেন। কিন্তু এখন স্কটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে বৃটিশ প্রধানমন্ত্রীর সম্মতিকে বৃটেনের আগের অবস্থান থেকে পিছু হঠার আলামত বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য শত শত বছর ধরে ইংল্যান্ড দ্বারা শাসিত দেশটি দীর্ঘকাল ধরে পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।