আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রষ্টাদের চোখ কিভাবে এতটা নিষ্পাপ হয় !

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে তুমি ঠিক তুমি নও, ভুলেও তোমাকেও ভাবি না তাই আমি রোজ ভালো থাকি, ভালো খাই, ভালো ঘুমাই। ছায়াগুলোও নষ্টামি জানে, দুপুরের আকার বিকেলে বদলায় তুমি ঠিক শরীরী নও, নেচে গেয়ে নির্নিমেষ হারাও কোথায়? আমার চোখে মুগ্ধতা দেখো, দেখো ঘোর, প্রত্যাশার তৃষ্ণা অক্ষয় তোমাকে দেখে ভাবি: ভ্রষ্টাদের চোখ কিভাবে এতটা নিষ্পাপ হয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।