আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত,পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত......

প্রবাল ক্ষ্যাপা কেন যে মানুষ বিয়া করতে চায় আমার মাথায় এই বিষয়টাই আসে না ! আমার ও যে মন চায় না তা না, কিন্ত যখন নচিকেতার সেই গানটা মনে পরে যায়.... বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত,পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত......তখন ভাবি সব চিন্তা বাদ, শুধু নিজেকে নিয়ে চিন্তা করব। কিন্ত তা ও পারি না যখন মনে পরে স্যানেলের সেই বিখ্যাত কবিতা..... পুরুষের প্রেম নারীকে কাদাঁয় নারীর প্রেম পুরুষকে উন্নত করে, যে পুরুষ জীবনে উন্নতি করিতে পারে নাই তার আছে নারীর প্রেমের প্রেরনার অভাব যে পুরুষ নারীর প্রেরনা নিয়া যুদ্ধে যায় সে হয় জয়লাভ করে নয় মৃত্যুবরন করে তাই নারীর নাম শক্তি । অন্যদিকে হকিংসকে জিজ্ঞাসা করা হল আপনি অবসরে কি করেন ? তিনি উত্তর করলেন আমি মেয়েদের নিয়ে গবষনা করি, কারন তাদের চরিত্র বৈ চিত্রময়। এদিকে পাড়ার যত ছেলে বুড়ু সবার ঘরে বউ এল.... আমি কেন নচেকেতার ঐ গান (বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত,পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত......)নিয়ে বেচে থাকব বলুন !//???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.