আমাদের কথা খুঁজে নিন

   

মতি মিয়ার দোকান বনাম শেয়ার বাজার।

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... মতি মিয়া । পাড়ার চায়ের দোকনদার। শুধু যে চা বিক্রি করেন তা কিন্তু নয়। বলতে পারেন ছোট খাট একটা হোটেল। শুধু ভাত পাওয়া যায় না।

আর হালকা সব ধরনের খাবারই পাওয়া যায় । মতি মিয়া কোন ভাবেই শেয়ার ব্যবসার সাথে জড়িত না। পাড়ার চায়ের দোকনে বসা হয়নাই এমন লোক পাওয়া যাবেনা। আবার যারা আত্মঅহংকারে ভোগে তারা বসে না। মতি মিয়া আবার স্বল্প শিক্ষিত।

ইন্টার পাস করেছেন। যাই হোক তার সাথে শেয়ার বাজারের কি সম্পর্ক তা এইবার দেখেন..... মতি মিয়া দোকান দেওয়ার পর থেকেই কোন না কোন কারনে সবার আলোচনায় আসেন। আর আলোচনার কারন হল তার দোকানের চেহার পরিবর্তনের কারন । মতি মিয়া তার দোকানের ডেকোরেশন এখন পর্যন্ত ২ মাস ও এক রকম রাখতে পারেনি । আজ দেখলাম টেবিল এই রকম তো কয়েকদিন পর আরেক রকম।

আজ দেখি কর্মচারিরা একভাবে সার্ভ করচে তো কাল দেখি অন্যভাবে। মানে তার এই পরিবর্তন টা প্রতিনিয়তই চলে। যদিও এতে কারে কারো কোন সমস্যা হয় না। আমারা অনেকে বিকালবেলার আড্ডায় জোস ও পায় তার নতুন নতুন চিন্তায়। এখন আসেন শেয়ার বাজার প্রসঙ্গ।

আজ পেপার হাতে নিতেই দেখি এনবিআর এর নতুন প্রগ্গাপন। অপ্রদর্শিত আয় নিয়ে। আর যার প্রভাব আপনারা বাজারে লক্ষ্য করছেন । একদিক দিয়ে বাজারে স্থিতিশীলতা আনতে সরকার উদ্যোগ গ্রহন করে আবার কয়েক দিন পর তাতে পরিবর্তন আনে, পাশাপাশি এইটাও বলে ঘন ঘন সিধান্ত পরিবর্তন করার কারনেও বাজার স্থীতিশীল হয় না। বিনিয়োগ কারীরা আস্থা রাখতে পারছে না।

আমি মতি মিয়ার চায়ের দোকান আর শেয়ার বাজর সংশ্লিষ্ট প্রতিষ্টান গুলোর মধ্যে তো তেমন কোন পার্থক্য পেলাম না। আর যদি পার্থক্য নাই থাকে তাহলে এত টাকা খরচ করে তাদের এখানে রাখার মানে কি ?? যার স্বল্প শিক্ষিত মতি মিয়ার মত তার সিধান্ত পরিবর্তন করে কিছুদিন পর পর। এখানে মতি মিয়ার মত একজন কে রেখে দিক , দুইদিন পর পর পরিবর্তন করার জন্য। মতি মিয়া পরিবর্তন করলে আমাদের কোন সমস্যা হয় না, হাসির কারন পাওয়া যায। আর শেয়ার বাজারে যেমন আমাদের অমাদের অনেক ক্ষতি হয় পাশাপাশি নিরুপায় হয়ে মতি মিয়ার মত কাজ করার কারনে হাসি ও পায়।

পার্থক্য শুধু দুই হাসির অর্থ দুরকম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।