আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দাও, তারপর...

ধূলো পড়া ব্লগ..... বোকা মেয়েটাকে বলা হয়েছিলো তাকে ‘সারপ্রাইজ’ দেয়া হবে, তাকে এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হলো, চোখ বেধে তারপর বলা হলো হাত বাড়াতে। তার হাত প্রসারিত যে মানুষটির দিকে তাকে সে বিশ্বাস করে,সে মেয়েটির অনেক আপনজন, ভালোবাসার মানুষ। মেয়েটির পৃথিবী ভর্তি কৌতুহল আর রোমাঞ্চ, আনন্দ আর উত্তেজনা। সে তার ডান হাত প্রসারিত করেছিলো আগ্রহে- মেয়েটির হাত তারপর কিসে ভরে উঠেছিলো আমরা অনেকেই জানি, মায়াময় স্বপ্ন ভরা একটা পৃথিবী থেকে বারিয়ে দেয়া হাত দুটি যখন মেয়েটি কষ্ট করে টেনে নিতে পারলো তখন তারা ফেরত গেল একটা নিষ্ঠুর, কুতসিৎ বাস্তবতা ভরা পৃথিবীতে। মেয়েটির প্রবাস ফেরত স্বামী তার আঙুলগুলো কি দিয়ে কেটেছিলো অতোকিছু পেপারে লিখে নি, কাটার পর আঙুল গুলো ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনায় আমরা তার স্বভাবের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ পাই।

ঘন্টাখানেক মেয়েটি ওভাবেই পড়ে থাকে, কাটা জায়গা থেকে অনবরত রক্ত গরায়। পৃথিবীর মানুষের সম্মিলিত নিষ্ঠুরতার ঘটনায় আরেকটি অধ্যায় যোগ হয়। বর্বর যন্তুটির কি বিচার আমাদের আইন করবে আমি জানি না, আদৌ বিচার করবে কি না তাও জানি না। রক্তক্ষরণে মেয়েটি মারা গেলে পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে কি খারাপ ধারণাটাই না সে নিয়ে যেত। আমাদের ভাগ্য ভালো, সে বেচে আছে।

শুধু বেচে আছে তা-ই না, ডাক্তারদের অনেক চেষ্টার পরে এখন সে তার আঙুলহীন হাত দিয়ে লিখতেও পারে, এবার মেয়েটি এইচ এস সি পরীক্ষার্থী। আমরা তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। হয়তো মেয়েটি তার জীবনের অন্ধকার এই অধ্যায় থেকে একদিন মুক্তি পাবে, কিমবা হয়তো আঙুলবিহীন হাতটি তাকে কখনোই আর স্বাভাবিক হতে দেবে না, কিন্তু এখন মনে হয় জাতি হিসেবে আমাদের নিজেদেরকে প্রশ্ন করার সময় এসে গেছে, ‘হোয়াটস রং উইথ আস?’ -আসলে আমাদের সমস্যাটা কি?মেয়েটির স্বামীর মতো লোকজন ক্রমেই আমাদের মধ্যে সুলভ হয়ে উঠছে। এটা চিন্তার কথা। আমাদের এখন অনেক মানুষ দরকার, জনসংখ্যা সমস্যার এই ছোট্ট দেশটাতে জন্তু জানোয়ারের সংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে গিয়েছে।

এখন আমরা কেবল একটাই স্বপ্ন দেখতে পারি, আর তা হল মানুষে মানুষে ভরে উঠছে এই জনপদ, এমন মানুষ যার আশ্রয়ে অন্য একটা মানুষ নিরাপদ, তার আশা-আনন্দ-বিশ্বাস আর ভালোবাসা নিরাপদ। তবে এই স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লে হবে না, এই স্বপ্ন দেখতে দেখতে আমাদের জেগে উঠতে হবে। ডেইলি স্টার লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।