আমাদের কথা খুঁজে নিন

   

... অন্তরালের অন্বেষনে ...

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা ... অন্তরালের অন্বেষনে ... অদ্ভুত এক না ভালোলাগা তোমাতে আমাতে ... অদ্ভুত অমিল আর মতপার্থক্য সর্বক্ষেত্রে ... সময় নিংড়ে বয়ে চলা সময় ... আর অতিবাহিত কিছু স্মৃতি ... তোমাতে আমাতে বেধে রেখেছে এক সাথে ... অসংখ্য অমিলের মাঝেও আমি মিল খুজে বেড়ায় আনমনে ... বেচে থাকার নিগুঢ় স্বাধ উপোভোগ করতে চাই একসাথে ... পৃথিবীর নির্জলা আধার ঘিরে বয়ে চলা ওই নিঃশব্দ গানে ... রেখে যেতে চাই ... সুর ... অনাগতদের আগমনে ... দুরের আলোতে তোমার ছায়ায় যে সপ্ন আমি দেখেছি ... দূর থেকে দূরে ক্রমশ মৃয়মান আলোক রেখার মত ... নিকষের বুক চিড়ে যে পথ আমি চেয়েছি পাড়ি দিতে ... শুধু তোমার সাথে ... ভালোবাসা আর ভালোবাসিদের মাঝে আজ হারিয়ে গিয়েছি ... তুমি আমি আমরা ... আর নিকষের পথে ঐ পথ চলা ... সে তো দিকভ্রান্ত অনেক আগেই ... তোমাকে আলো ভেবে বয়ে চলা সেই সময় আজ নিগুঢ় আধারের পথে ... তবু অমিল আর আধারে আমি আর তুমি ... খুজে ফিরি কোন সত্তা ... ঐ নির্লিপ্তের মাঝে ... ব্যস্ত কোলাহলে খুজে ফিরি সেই হারানো জীবন ... যা তুমি আমাকে দিয়েছিলে ... ... তবু ভালোবাসি ... আজ ভালোবাসতে হয় বলে ... তবু ভালোবাসি ... শুধু বেচে থাকার ছলে ... তবু ভালোবাসি ... স্মৃতি আকড়ে ধরে ... তবু ভালোবাসি ... তবুও ভালোবাসি বলে ... না ভালোলাগা আর অমিল ... ভালোবাসার দেয়ালে ... উকি দেওয়া অনাগত সুর্য ঐ মেঘের আড়ালে ... ভালোবাসি না বাসি না বলে প্রতিটি চিৎকারে ... আমার ভালোবাসা ধ্বনিত হয় তোমার তরে ... ... .||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||. এটি নিশ্চুপ আধারে নিঃসঙ্গ এক মানুষের নিজের ভেতরে নিজেকে খুজে পাওয়ার এক প্রয়াস ... বাস্তবতায় নির্জীব হতে যাওয়া ভালোবাসা কে বাচিয়ে তোলার শেষ চেষ্টা ... জানি এরকম অবান্তর লেখা প্রকাশ করা উচিৎ নয় ... লেখালেখি তা বোধ হয় আমার কম্ম নয় ... কারো বিরক্তির কারন হয়ে দাড়ালে ... আমি আন্তরিক ভাবে দুঃখিত ... .||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||. অটঃ এই লেখাটি কদিন আগে একবার পোস্ট করেছিলাম ... সার্ভার প্রব্লেমের জন্য পর পর দুবার পোস্ট না হওয়ায় ওটা প্রথম পাতাই আসে নি ... তাই ভাবলাম আবার পোস্ট করি ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।