আমাদের কথা খুঁজে নিন

   

৪০ টাকার নোট সমাচার।ভাবলাম কি আর হইল কি!

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। ঐদিন পেপারে দেখলাম বাজারে ৪০ টাকার নোট আসছে। ডিটেইল আর পড়া হয়ে উঠেনি, নিউজটা দেখেই মেজাজ খারাপ হয়ে গেছিল। আরে ভাই ৪০ টাকার নোট আসার কি দরকার পড়ল? ৪০ টাকার কি এমন দরকার টা হয়ে পড়ল, যে এটা এখন নোট বানিয়ে বাজারে ছাড়তে হচ্ছে! তখন চিন্তায় পড়ে গেলাম কি কি হতে পাড়ে এই নোটে, কোথায় কোথায় ব্যবহার হতে পারে এর? কিন্তু খুব একটা সুফল মিলল না এই চিন্তায়, এমন কোন মহার্ঘ পেলাম না যেটার জন্য ৪০ টাকাই প্রয়োজন।

যেমন, ১) কেও ৪০ টাকা ধার পেলে সেটা ফেরত দেয়া যেতে পারে। ২) ৪০ টাকার ফ্লেক্সিলোড করা যেতে পারে (এতে কম পক্ষে ২ টাকা বেঁচে যাবে, কারণ প্রতি ২০ টাকা রি-চার্জে এক টাকা বেশী নেয় দোকানীরা। ৩) ১০ টা গোল্ড লিফ কেনা যাবে এতে (৪*১০=৪০)। ৪) গার্ল ফ্রেন্ড কে নিয়ে ফুচকা খাওয়া যাবে ( শুধু মাত্র বিশ্ববিদ্যালয় এলাকায়, অন্য এলাকায় ৪০ টাকায় দুই প্লেটের ধারণা নিয়ে গেলে মাইর খাওয়ার পথ সুগম)। ৫) মসজিদে দান করে দেয়া যায়, কেও মাইন্ড করবে না।

(আবার ফকির কে এই অঙ্কের টাকা দিতে যাইয়েন না যেন, তারা নিশ্চিত এটা নিয়ে তদন্তে লেগে যাবে। সে ভেবে বসবে যে এই লোক নিশ্চিত কোথাও থেকে টাকা মেড়ে দিয়েছে, কারণ টা না হলে কি কেও ৪০ টা ভিক্ষা দেয়!!! বাংলাদেশের প্রতি পিছ ফকিরেই এক একটা বিশাল বানের রাজনীতিবিদ অথবা গবেষক। ) ৬) টাকাটা হারিয়ে ফেলা একটা গুড আইডিয়া। ৭) একটা সান চিপস কেনা যাবে। ৮) একটা ম্যাগাজিনের নাম জানি, “ মহাকাশ বার্তা” প্রকাশনায়: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন মূল্য: ৪০ টাকা এইগুলান কোন কারণ হতে পাড়ে না এত্ত টাকা খরচ করে নতুন নোট ছাড়ার জন্য।

BBA এর এক বড় ভাইকেও জিজ্ঞাস করলাম যে ৩০, ৮০ এই গুলান বাদ দিয়ে হটাত ৪০ টাকার কি দরকার পড়ল? তিনি আমতা আমতা করে কি যে বুঝালেন, আল্লা মালুম!!! কিছুক্ষণ পর মনে হল যে আমাদের দেশ তো স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, তার মানে ২০১১ সালের ১৬ ডিসেম্বর তো ছিল দেশের ৪০ তম জন্মদিন। পরে পেপারটা হাঁতে নিয়ে দেখলাম আসলেই তাই। স্বাধীনতার ৪০ বর্ষ পূর্তি উপলক্ষেই ছাড়া হয়েছে ৪০ টাকার স্মারক নোট, আমি লজ্জিত হয়ে গেলাম। আরে এই সময়ে আর কত টাকার নোট বাজারে ছাড়বে? সব টা না বুজে শুধু শুধু আজে বাজে চিন্তা করলাম এইটা নিয়ে। দেশ এখন তার যৌবন পার করছে (যদিও অবস্থা দেখে টা মনে হয় না, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া র কিছুই না)।

বাংলাদেশের ৪০ তম বছরটাতে দেশ এবং দেশের সবাইকে অভিনন্দন। আশা করছি ৫০ তম বছর টা রাজাকার, যুদ্ধাপরাধী ও দুর্নীতি মুক্ত বছর হিসাবে পালন করতে পাড়ব। সব্বাই বলি আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।