আমাদের কথা খুঁজে নিন

   

BANGLADESH CYBER ARMY নিয়ে কয়েকটি প্রশ্ন ?

সবাইকে সালাম দিয়ে শুরু করছি পোষ্টটি। আর কথা না বাড়িয়ে সরাসরি পোষ্টে গেলাম । আমার ক্ষুদ্র মাথার কয়েকটি প্রশ্ন ??? আশা করি আপনাদের মতামত দিবেন। এবং আছিরেই আমাদের মত ক্ষুদ্র হ্যাকাররা এর সমাধান পাবে। bangladesh cyber army নামটা অনেক অনেক সুন্দর ।

আমার কাছে খুব ভাল লাগে এই নাম । আচ্ছা আপনাদের কাজ কি ?? কেন এই গ্রুপ ওপেন করা ?? 3xp1r3 দের সাথে আপনাদের বিরোধের কারন কি ?? গ্রুপ এর অ্যাডমিন রা কেন অ্যাক্টিভ নয় ?? শাদ্মান ভাই কোথায় ?? শাহি মির্জা শুধু স্পেচিয়াল দিন গুলাতে কেন আসে ?? লাকি ভাই ওয়ার্নিং & ব্যান্ড এডমিন নাকি ?? পুদিনা পাতাকে গ্রুপ এ দেখা যায় না কেন ?? কিদ্দি ২ দিন পর পর সাইট দিফেস দেয় । যদি ইথিকাল হ্যাকিং হয় বিসিএ-র কাজ তাহলে এটা করে কেন ?? বিসিএ কি কারো বাক্তিগত গ্রুপ ?? এখানে সাধারন মেম্বেরস থেকে কেন এডমিন , মোডারেট হয় না কেন ?? যদি এটা পাবলিক গ্রুপ হয় তাহলে আপনারা কে ব্যান্ড দেওয়ার ?? সাধারন মেম্বেরস যারা বিসিএ-র জন্য কাজ করে তাদের মূল্যায়ন কি ?? indiashell-এর বিসিএ-তে কাজ কি ?? ওদেরকে কেন বিসিএ পাত্তা দেয় ?? আলমাস ICA-এর নামে সাইট দিফেস দেয় কেন ?? TGH সরাসরি হুমকি দিসে বিডি কে / এর জবাব কোথায় ?? moonlit কাহিনি শুনতে চাই আসল ঘটনা বলুন । coolispiky,salim,rony,joy,masum,orion আরও অনেক্কেয় কেন ব্যান্ড করা হল ?? ওদের প্রশ্নের উত্তর কি বিসিএ দিতে পারসিল ?? Istiak Ahmed কে ?? আপনি গ্রুপ এর কে?” এই প্রশ্ন করার অধিকার Istiak Ahmed এর আছে ?? বিসিএ-র নামে মিরর করতে Istiak এর অনুমতি লাগবে ?? আপনি বিসিএ-এর নামে মিরর করসেন কেন এই প্রশ্ন করার কে ?? বিসিএ এই পর্যন্ত কতজন কে Lamer Certifiacte দিসে ?? বিসিএ Certificate দেওয়ার Company নাকি?? বিসিএ সাইট অফ কেন?? Protection এর চিন্তায় নাকি developer-এর অভাবে?? বিসিএ যদি পুব্লিচ গ্রুপ হয় তাহলে নিরবাচন systemছাল নায় কেন ?? কথায় বলেন বিসিএ ethical কিন্তু jingo bd -এর মত হ্যাকারদের কাজ এ কি এটা প্রকাশ পায় ??training zone hacking শিখানো হয় নাকি কিভাবে হ্যাকিং থেকে বাঁচা যাবে । কোনটা শিখানো হয় ?? * এই লেখাটি আপনি বিসিএ ফেইসবুক গ্রুপে পাবেন ।

অথবা সরাসরি https://www.facebook.com/groups/bdcyberarmy/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।