আমাদের কথা খুঁজে নিন

   

খুব কী বেশী কিছু চেয়েছিলাম?

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো খুব কী বেশী কিছু চেয়েছিলাম? চেয়েছিলাম বউ করতে? নাকি ইহকাল পরকাল পাশে শুয়ে থাকতে চেয়েছিলাম? খুব কী বেশী কিছু চেয়েছিলাম? আমার চৌচির ঠোট কী ভিজিয়ে দিতে বলেছিলাম? আমার চাতক চোখে কী জলের ফোঁটা চেয়েছিলাম? নাকি চেয়েছিলাম চাঁদের জোছনায় সুডৌল পর্বত যুগল দেখতে? কোনোদিন কী হিমালয় চূঁড়ায় উঠতে চেয়েছিলাম? কতজন কত পর্বত আরোহন করে,চেয়ে চেয়ে দেখেছিলাম, আমার কী ইচ্ছা করেনি যে পাহাড়ের গায়ে লেগে থাকি সে পাহাড়টা জড়িয়ে ধরতে? আলিঙ্গনে শিক্ত করতে চায়নি কী মনটা? আকুল তৃষ্ণায় কোনোদিন কী আমারও ইচ্ছা হয়নি তোমার নদীতে যত জল শুষে নিতে? কিছু কী বলেছিলাম?কোনোদিন?কোনোখানে? আমি শুধু হাতখানা ধরে এক মিনিট নীরবে চেয়ে থাকতে চেয়েছিলাম! আর মিনিটেই বুঝে নিতে চেয়েছিলাম; ভালোবাসা কেমনে ছড়িয়ে পড়ে রক্তে রক্তে,ধমনীতে! খুব কী বেশী কিছু চেয়েছিলাম? তবে সেটাই মস্ত ভুল ছিল বোধ করি; লাল পিপড়ে হলেই হয়তো ভালো হতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।