আমাদের কথা খুঁজে নিন

   

সবই প্রতিভা!!!!** একটি গরুর রচনা

Still student গরু একটা উপকারী প্রাণী। গরুর ৪ টি পা থাকায় কোন হাত নাই। গরুর দুইটা চোখ, ১টি নাক, ২ টি কান, কিছু দাত, একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে। গরুর মাথা থেকে সব গরুর পাছার গোশত(!!) একটূ বেশী দামী। রানের মাংস বেশী দামী ও বুকের মাংস কম দামী হয়।

সাধারনত গরু ৩ প্রকার হয়। বিরিশ (!!!) গরু বেশী গরম হয় বলে নাকে “???” (বুঝি নি, কি লিখছে) লাগাতে হয়। বলদ গরু শান্ত হয়। গাই গরু শুধু গরুর বাইচ্চা (বাচ্চা) জন্ম দেয়। গাই গরু সাধারনত মেয়ে গরু(!!!) হয়।

গরুর গোবর ও পেশাব জমিকে উরবর করে। গরু লোকসংখ্যা কমাতে সাহাইয্য (সাহায্য) করে। কারণ, গরুর গোশত খেয়ে হার্ট এটেক, এসটেরোক (বুঝি নি এইটা কি রোগ!!??) ও এলারজি হয়। মানুষ মারা যায়। গরুর রিন(!!) আমরা কখনো শোধ করতে পারবো না।

আল্লাহ সব গরুকে বেহেশত নসিব করুক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।