আমাদের কথা খুঁজে নিন

   

গন জাগরন মন্চ না থাকলেই কি সব অর্জন মুছে যাবে???????

গনজাগরন মন্চ থাকবে না। না থাকুক! তাতে কি সমস্যা? গন জাগরন মন্চ আওয়ামীলীগ বা বিএনপি নয়, সুতরাং সেটা থাকবে না সেটাই বরং স্বাভাবিক। তবে মনের গভীরে যে চেতনা ছড়িয়ে গেলো এই মন্চ, সেটা কি মুছে ফেলতে পারবে আলীগ,বিএনপি,জামাত কিংবা এরশাদ? পারবে না, আগামীর বাংলাদেশ অপেক্ষমান। আলীগ/বিএনপি/জামাত........ সবারই দিন শেষ হবে!!! দুঃখ একটাই, ধর্মকে কত নোংরা ভাবে ব্যবহার করা যায় সেটা সেই গ্যালিলিও আমলে যেমন , ২০১৩ তেও তেমন। তবে ধর্মকে অপব্যবহারকারী, মিথ্যার প্রোপাগান্ডার ধ্বজাধারী মাহমুদুরের গোষ্ঠীকেও হয়তো সময়ে চরম মাশুল দিতে হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করবো আজীবন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।