আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ- সামু ব্লগার্স পিকনিক ২০১২। অনেকছবি আছে, এবং অনেক অনেক মিস হয়া গেছে।

ব্লগে অনিয়মিত। গতকাল ছিলো আমাদের বহু আকান্খিত পিকনিক। যদিও পিকনিক পার্টির শুরুটা হয়েছিলো শাহবাগ থেকে, কিন্তু আমি বাসে উঠেছি উত্তরা থেকে। শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত সবকিছুই আমি মিস করেছি। এবং আমি যখন ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাই, তখন আমার রাজকন্যা আমার সাথে সময় কাটাতে চায়।

তাই এই পিকনিকে খুব বেশি ছবি তুলতে পারি নি। পিকনিকে কাচ্চি খাবার সময়, র‌্যাফেল ড্রর সময়, পুরষ্কার বিতরনীর সময়টা সহ আমি অনেক মোমেন্টের ছবি তুলতে পারিনি। কোন আফসোস নেই, কারন কালকের দিনটি আমার জন্য খুবই মজাদার একটা দিন ছিলো। আমরা সব ব্লগার ও ব্লগার পরিবার মিলে খুবই মজা করেছি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিলো লান্চের পর মিষ্টি খাওয়ার ঘটনা এবং সেটার উপলক্ষ ছিলো গোলাম আযমের গ্রেফতার হওয়া।

এবার শুরু হয়ে যাক আমার অসম্পূর্ন(কারন কয়েকটি ইভেন্ট মিসড) ছবিব্লগ। (বয়স বাড়ার সাথে সাথে আমার স্বরনশক্তি একেবারে গেছে। অনেক ব্লগারের নাম মনে করতে পারছিনা ব্লগ লিখতে গিয়ে বিশেষ করে "আমার সুখ নাইরে........গানটির গায়ক ভাই সহ আরো অনেক ব্লগার ভাইয়ের। যাদের নাম উল্লেখ করেছি তাদের নামও ভুল হয়েছে শিউর, প্লিজ কারেক্ট করে দিবেন, এডিট করে দিবো) ১> গাড়ির সামনে লাগানো ব্যানার। ২> বাসের ভিতর উৎসব মুখর ব্লগাররা ৩> বাসের ভিতর গিটার বাজাচ্ছেন শাহেদ ভাই।

৪> এই ব্লগারভাইকে দারুন দেখাচ্ছে ৫> আমাদের গন্তব্যস্হল ভাওয়াল জাতীয়উদ্যানের ভিতর পিকনিক দল। ৬> একে একে নিজের পরিচয় দিচ্ছেন মোঃমোজাম হক। এই ব্লগার ভাই সৈদি আরব থেকে এসে পিকনিকে জয়েন করেছেন ৭> ছেলেকে নিয়ে নিজের পরিচয় দিচ্ছেন নিমচাদ ভাই। ৮> পরিচয় দিচ্ছেন শিপুভাইয়ের পরিবার ৯> সদা হাস্য নিমচাদ ভাই ক্যামেরা নিয়ে প্রস্তুত হচ্ছেন। ১০> অনেকেই নিজের মত করে বনের আশেপাশে ঘুরাঘুরি করতে লাগলো।

১১> বনের ভিতরে লেকের আশেপাশে আমিও কয়েকটা ছবি তুললাম ১২> ব্লগার নিরব দর্শক ভাই ও ............. ১৩> সুমন ভাই খুব মনোযোগ সহকারে ছবি তুলছেন ১৪> আমার রাজকন্যা ও অন্য পিচ্চিদের সাথে মিলে যেমন খুশি তেমন নাচ ১৫> বাশী নিয়ে প্রস্তুত আরেকজন ১৬> পোজ দিচ্ছেন স্বর্ণমৃগ ভাই ১৭> আমার মতো সপরিবারে এসেছেন আরো কয়েকজন ব্লগার ১৮> পিচ্চিদের বিস্কুট খাওয়া প্রতিযোগীতা এবং নিমচাদ ভাইয়ের সহযোগীতায় প্রথম হলো আমার মেয়ে। ১৯> শুরু হচ্ছে জমজমাট ক্রিকেট খেলা ২০> ব্যাটিং পজিশনে মনসুর ভাই ২১> আক্রমনাত্বক ব্যাটিং পজিশনে ধূসরধ্রুব ভাই। ২২> খেলায় দর্শক আমার বউ, আমার পিচ্চি এবং শিপু ভাবী। আমার মেয়ে আমার ছোট ক্যামেরা নিয়ে অনেক হাবিজাবি ছবি তুলছে। ক্যামেরা ধরার কায়দা দেখে বিভ্রান্ত হবেন না, তার বয়স এখনো তিন বছর হয়নি।

২৩> যদিও আমি হাটুর ব্যাথার রোগী, তারপরও এই মজাদার খেলা থেকে নিজেকে দূরে রাখতে পারলাম না। ব্যাটিং করে কোন রান করতে না পেরে পরের ম্যাচে আম্পায়ার হিসাবে দাড়ালাম। যদিও আমার সিদ্বান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। ২৪> খেলায় চরম উত্তেজনা বিরাজ করছে ২৫> বিজয়ী দলের উল্লাস ২৬> ওদিকে চলছে মেয়েদের পিলোপাস খেলা এবং এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আমার বউ ২৭> পুরোটা সময় গান গেয়ে মাতিয়ে রেখেছেন শাহেদ ভাই, সাথে মাউথ অর্গান বাজাচ্ছেন নষ্টকবি ভাই। ২৮> ব্লগার নীলপরী পেয়েছেন একটা হাড়ি, সবাইকে কফি বানিয়ে খাওয়ানোর জন্য।

২৯> পিকনিক শেষে ফিরে আসার আগে গ্রুপ ছবি এবং এই ছবিতে আমি নাই স্বাভাবিকভাবেই ৩০> উপরের ছবিতে নিচের লোকজনও নেই কারন উনারাও ছবি তোলায় ব্যাস্ত ছিলেন। ৩১> ফিরে আসার সময়কার কিছু ছবি। আসার সময়টাতেও আমরা সবাই, গানে কৈতুক, হাসাহাসিতে মতিয়ে ছিলাম, এবং এর মধ্যমনি ছিলেন শাহেদ ভাই, আর(মনে পড়ছে না) ৩২> সবাইকে চিপস বিতরন করছে আশকারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।