আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ালটন এবং তাহাদের দেশপ্রেম !! যতসব ভণ্ডের দল...........

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর সিলেট দলের মালিক ওয়াল্টন কোম্পানি জানিয়েছে তারা সিলেট এর আইকন প্লেয়ার অলোক কাপালি কে নিয়ম মত নিলামে বিক্রিত সর্বাধিক মূল্যর খেলোয়ারের চাইলে ৫ শতাংশ বেশী টাকা দিবে না। এর কারন হিসেবে তারা দেখিয়েছে, আফ্রিদি কে কিনতে যদি ৩ কোটি টাকা খরচ করতে হয় তাহলে নিয়মমত কাপালিকে দিতে হয় ৩ কোটি ১৫ লাখ যা নাকি কাপালি ডিসারভ করে না! তারা এখন বিসিবির কাছে আবেদন করেছে যাতে নিয়ম পরিবর্তন করে আইকন প্লেয়ারদের পারিশ্রমিক দেশী প্লেয়ারদের তুলনায় ৫ পারসেন্ট বেশী করা হয়। যার অর্থ তারা আমাদের দেশের মাটিতে অনুষ্ঠিত আমাদের দেশের ক্রিকেট লীগ এ আমাদের দেশের প্লেয়ারদের কে বেশী টাকা দিতে রাজি না অথচ বিদেশীদের ঠিকি দিতে রাজি। এই হল ওয়ালটন গ্রুপ এর দেশপ্রেম !!! অথচ এই ওয়ালটন গ্রুপ তাদের বিজ্ঞাপন এ বলে দেশের টাকা দেশে রাখুন দেশী পন্য কিনুন। আর আমরা দেশি কোম্পানি বলে তাদের তৈরি ফালতু মোটর সাইকেল কিনি, দেশের টাকা দেশে রাখতে চাই বলে !! তাদের সুরে এখন আমি বলতে বাধ্য হলাম, কাপালি ডিজারভ না করলে তারা ও আমাদের ফীলিংস ডিসারভ করে না !! আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি আজ থেকে সকল প্রকার ওয়ালটন পণ্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুণ। বিপিএল আমাদের লীগ। কোন অর্থ লোভী পিশাচ দের জন্য নয়। আফ্রিদিকে চাইনা। দেশী খেলোয়ার দের সম্মান চাই। ধন্যবাদান্তে ফেসবুক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।