আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় রেল গেটের কাছে শুক্রবার ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১ জনের নাম মিঠু শেখ (৩২)। চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পের শ্রমিক মিঠু বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকার নাধু শেখের ছেলে। তবে তাৎণিকভাবে অপরজনের (৩৫) পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস জানান, ওই দুইজন প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোর সাড়ে ৬টার দিকে সল্লা এলাকায় রেল গেটের কাছে রেল লাইনে যান।

এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ১টি ট্রেনে কাটা পড়ে তাদের সারা শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। মিঠুর সহকর্মী শ্রমিক একই এলাকার নান্নু মণ্ডল জানান, কেয়া পরিবহনের ১টি বাসে করে তিনি ও মিঠু চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে সল্লা এলাকায় বাস থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাত্রীরা পাশের রেল লাইনে গেলে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিও একই বাসের যাত্রী ছিলেন বলে ধারণা করছেন ওসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.