আমাদের কথা খুঁজে নিন

   

আজও মনেহয় ডিম কোরবানী দিয়ে আসলাম….

আমাদের মসজিদের হুজুর আজ বলেছে “যে সর্ব প্রথম জিুম্মার নামাজ পড়তে মসজিদে আসে তার নামে উট কোরবানী হয়, এরপর যারা ক্রমানুসারে আসে তাদের নামে দুম্বা, গরু, খাসী, হাস, মুরগী ইত্যাদি কোরবানী হয়..” এই হিসাবে আমি কোন দিনই উপরের এসব কোরবানী দিতে পারি নাই ।কারন যাই যাই করে আমি সব সময়েই শেষের দিকেই নামাজ পড়তে যাই।যাই হোক নামাজে যেহেতু গেছিলাম তাই আমার নামওে তো কিছু না কিছু কোরবানি হয়েছে। উপরের কোনটিও আমার নাম এ কোরবানী না হলেও আজও মনেহয় ডিম কোরবানী দিয়ে আসলাম…. দোয়া করবেন আগামী জুম্মায় যেন উট কোরবানী দিতে পারি।আপনারাও চেষ্টা করিয়েন যেন উট কোরবানী দিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।