আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশের স্বাধীনতা , যেন ..................

মিথ্যা সবার কাছেই ঘৃনার হোক একটা হিন্দ সিনেমার পরিচিত কাহানি দিয়াই শুরু করি। কাহানি টা মন্দ না! সিরেমার নাম ডন নং-১। ভিলেন কানাডায় ব্যবসা করার ইচ্ছে পোষন করে। কিন্তু সেখানে গিয়ে দেখে ওখানে অন্য এক ডনের রাজত্ব। পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী ভিলেন আর কানাডার ডন শর্ত সাপেক্ষ সম্মুখ যুদ্ধে মিলিত হয়।

শর্ত হলো যে হারবে, সে মরবে। আর যে জিতবে তার হবে রাজত্ব। সম্মুখ যুদ্ধে কানাডার ডন পরাজিত হলে ভিলেন তাকে গুলি করে হত্যা করে। এখন কানাডার রাজত্ব ভিলেন এর। সাথে বোনাস হিসেবে কানাডার ডনের সুন্দরী গার্লফ্রন্ড।

অনেকের কাছেই পরিচিত এই সিনেমার এই গল্পটুকু আমার দেশের স্বাধীনতার সাথে অনেক মিলে যায়। আগে আমরা ছিলাম পাকিম্তানের গার্লফ্রন্ড আর এখন ভরতের। আমি আমার দেশের মহান স্বাধীনতার যুদ্ধ কিংবা সে যুদ্ধের যুদ্ধাদের কে ছোট করার কোন ইচ্ছে আমার নেই। তবে এটাই বাস্তবতা। স্বাধীনতার যুদ্ধের সেই সব বীর যুদ্ধাদের ছিনিয়ে আনা স্বাধীন দেশে আজ আমরা কতটুকু স্বাধীন ????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.