আমাদের কথা খুঁজে নিন

   

সহজ পদ্ধতিতে ব্লগে ছাগু চিনার উপায়।

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। কিছু ছাগুরে দেখলাম যুক্তি দেখাইতেছে সমানে আওয়ামীলীগে নাকি রাজাকার আছে, শেখ হাসিনার বেয়াই নাকি রাজাকার! আচ্ছা ঠিকাছে আপনাগো কথা মাইনা নিলাম। কিন্তু আওয়ামীলীগে রাজাকার থাকলেই কি নিজামী, গোলাম আজমের দোষ ধুয়ে মুছে গেছে? কেউ এখনো সাহস করে বলতে পারতেছে না যে গোলাম আজম বীর মুক্তিযুদ্ধা, সে রাজাকার ছিল না! যাইহোক কিছু মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরি যাতে খুব সহজে ছাগু চিনতে পারবেন। ১। আওয়ামীলীগে রাজাকার আছে, তাদের না ধইরা গোলাম আজমরে ধরছে, এইটা কোন মতেই সহ্য করা যায় না! বুঝবেন এই হালা একটা ছাগু।

২। গোলাম আজমরে নিয়া কিছু কইতে গেছেন আর আপনারে দিল ভাদা ট্যাগ! আপনে কিন্তু ভারত নিয়া কোন কথা কন নাই, তাও ভাদা ট্যাগ দিবে। বুঝবেন এই হালা একটা ছাগু। ৩। দেশে এখন অনেক সমস্যা, এইসব সমস্যার সমাধান না কইরা যুদ্ধাপরাধীর বিচার কইরা কি লাভ? বুঝবেন এই হালা একটা ছাগু।

৪। যুদ্ধের সময় বিরোধিতা করছে কিন্তু গোলাম আজম কোন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল না! যে রাজাকার বাহিনীর প্রধান, সে নাকি মানবতা বিরোধী অপরাধ করে নাই! বুঝবেন এই হালা একটা ছাগু। ৫। গোলাম আজম যদি যুদ্ধাপরাধী হয় তাহলে আগেরবার তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় নাই কেন? তিনি আদালত থেকে ছাড়া পেয়েছিলেন! এই প্রশ্ন যেই করবে বুঝবেন ওই হালা ছাগু। ৬।

দেখুন আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু কথা হচ্ছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে! এইকথা শুনামাত্র বুঝবেন যে কইছে সে একটা ছাগু। ৭। গোলাম আজম, নিজামী যুদ্ধাপরাধী এটা এখনও প্রমাণ হয় নাই, প্রমাণ হবার আগে কাউকে যুদ্ধাপরাধী বলাটা ঠিক না! সবচেয়ে নগ্ন উপায়ে নিজেকে ছাগু প্রমাণ করার জন্য এর থেকে ভাল লাইন আর হয় না। ৮। কথা হইতাছে গোলাম আজমরে নিয়া, আর দেখলেন কই থেইকা ফেলানীরে নিয়া আইছে।

ফেলানীরে মাইরা বি এস এফ ভাল কাম করে নাই এটা সবাই জানে, কিন্তু গোলাম আজমরে নিয়া কথার মাঝখানে ফেলানীরে টানছে কেন? বুঝবেন এইটা ছুপা ছাগু। ৯। গোলাম আজমরে নিয়া কথার মাঝখানে ছাত্রলীগের কথা জোর কইরা টাইনা আনতাছে বারবার। বুঝবেন এইটা ছুপা ছাগু। ছাত্রলীগরে কেউ ভাল কইতাছে না এখন, ছাত্রলীগ সারাদেশে যা করতেছে তা ভাল করতেছে না, কিন্তু এর জন্য গোলাম আজমের গুনাহ মাফ হইয়া যায় নাই।

১০। "সত্য সমাগত, মিথ্যা অপসৃত!" এই লাইন বারবার পোস্ট করতে দেখলেই বুঝবেন উক্ত ব্যাক্তি একজন ছাগু। এই সকল ছাগুর সাথে তর্কে গিয়া আপনার মূল্যবান সময় আর শ্রম অপচয় কইরেন না। দেখা মাত্র গদাম প্রদান করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।