আমাদের কথা খুঁজে নিন

   

নেশাকে না বলুন ,তাহলে কি সামুকেও না ......!!!

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . নেশাকে না বলুন। এই শ্লোগান আমরা শুনে এসেছি । নেশা কাকে বলে ? এর সংজ্ঞায় বলা হচ্ছে কোন কিছুর উপর যদি তীব্র আকর্ষন জন্মে সেটাকে নাকি নেশা বলে ।সে হিসাবে আমি এখন এডিক্টেড কারন সামুর প্রতি আমার প্রচন্ড নেশা জন্মেছে ।সামু ছাড়া এখন আমার দিন চলেনা ,নেশাখোররা যেমন প্রতিদিন নেশা করার পর বলে কালকে থেকে আর নেশা করবো না আমিও তেমনি বলি সামুতে আজকেই শেষ ,কাল থেকে খালি পড়ালেখা কিন্তু আবারো নেশাখোরদের মতো আমাকেও সামুতে আসতে হয় সামুর টানে।এটার ক্ষতিকর দিক হচ্ছে সামু নেশায় প্রচুর সময় ব্যায় হচ্ছে। এমনকি যখন পড়তে বসি তখনো আমি সামু নিয়ে বসে থাকি মোবাইলে এই সামুর জন্যই বোধহয় পরীক্ষায় ফেল করতে হবে !সবধরনের নেশা কে না বলুন ।তাহলে কি সামুকেও না বলতে হবে । এখন কথা হচ্ছে সামুর নেশা যে কেমনে কাটাই ,সামু নেশা কাটানোর জন্য কি দেশে কোনো রিহ্যাব সেন্টার আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।