আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন বিপুল ভট্টাচার্য

ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়ে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য। আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
২০১০ সাল থেকে বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর চিকিত্সার সুবিধার্থে তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১৯৫৫ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন বিপুল ভট্টাচার্য। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। মুক্তিযুদ্ধের সময় বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কিশোর বিপুল গানে গানে ছড়িয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনা। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত বিপুল ভট্টাচার্যের গাওয়া গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে।

শরণার্থী শিবিরের হাজার হাজার মানুষের মনে সাহস সঞ্চার করেছিলেন তিনি। মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন বিপুল।
বিপুল ভট্টাচার্য গান গেয়ে ও শিখিয়ে জীবিকা নির্বাহ করতেন। ফুসফুসের ক্যানসার ধরা পড়ার পর তাঁর চিকিত্সার বিশাল খরচ মেটাতে এগিয়ে আসেন সহযোদ্ধারা। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।