আমাদের কথা খুঁজে নিন

   

((( জাগোর অর্থ সংগ্রহের নতুন পদ্ধতি সিসা নাইট )))

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার ছবিঃ বড় করে দেখুন এখান থেকে সম্প্রতি কানাডাতে অর্থ সংগ্রহের জন্য "Arabian Nights" নামে একটি পার্টির আয়োজন করেছে। বলা হচ্ছে, সেখানে সীসা থাকবে, বেইলি ড্যান্স থাকবে এবং রাত ১০ এর পর ১৯ বছরের নিচে কেউ থাকতে পারবে না। কারন ১০ এর পর শুরু হবে আসল পার্টি। ১৫ ডলারের বিনিময়ে সেখানে যাওয়া যাবে এবং বাড়তি আরও ৩ ডলার দিলে আরও কিছু পাওয়া যাবে। এমন কি ঐ পার্টিতে হবে যে ১৯ বছরের নিচে কেউ থাকতে পারবে না।

বেইলি ড্যান্স যাকে আমরা আরবীয় বাইজি নাচ হিসাবে জানি তা কানাডাতে খুব খারাপ চোখে দেখা হয় না। এটা দেখতে যতই যৌন উদ্দীপক হোক না কেন এটা সেখানে শিল্পের একটা মাধ্যম। আবার লেখার শুরুর প্রসঙ্গে চলে যাই। কনসার্ট আর টাকা সংগ্রহ। আমেরিকায় হাই স্কুলে টাকা তোলার একটা খুব প্রচলিত উপায় ক্লাসে একজন সুন্দরী নির্বাচন করে দেয়া, এরপর সুন্দরী একটা বুথ তৈরি করে বসে পরে বুথের অন্য পাশে ছেলেরা লাইন ধরে তাকে চুমু দেবার বিনিময় এক বা দুই ডলার দেয়।

এবং নিঃসন্দেহে সেই টাকা খুব মহৎ উদ্দেশে ব্যবহৃত হয়। কিন্তু টাকা তোলার decent উপায় অবশ্যই আছে। আমাদের মত দেশের জন্য তো আরও বেশি। যার জন্য আমরা ব্যাঙের ঠ্যাং এর মত লাভজনক পন্য তৈরি বা রফতানি করতে পারি না। আমাদের চিংড়ি মাছেই সীমাবদ্ধ থাকতে হয়।

আমাদের 'ব্যাকওয়ার্ড' সংস্কৃতি রক্ষার জন্য কি সেই decent উপায়গুলো প্রোমোট করা যায় না? তাদের উদ্দাম জীবনধারন পদ্ধতি, টাকার বিষয়ে প্রশ্ন করলে 'ক্লাস' দেখিয়ে দেয়াই কি প্রমান করে না তাদের উদ্দেশ্য আর বিধেয় এক না? হায়রে জাগো ভালো পথ আর খুজে পেলেন না। ফেসবুক থেকে সংগৃহীত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।